বিশ শতকে নারী আন্দোলনের বৈশিষ্ট্য উল্লেখ কর।
উনিশ শতকের নবজাগরণ এবং সেই সূত্রে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে বিশ শতকে এসে ভারতীয় নারী সমাজ নিজেদের অধিকার আদায়ে পথে নামে। গড়ে ওঠে নারী আন্দোলনের নিজস্ব সংগঠন ও তার বিশেষ চরিত্র।
নারী আন্দোলনের বৈশিষ্ট্য :
বিশ শতকে নারী আন্দোলনের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। এই সময় —- নারীরা রাজনৈতিক, সামাজিক, ও অর্থনৈতিক সমানাধিকারের জন্য আন্দোলন শুরু করে। বেগম রোকেয়া ও সরলা দেবী চৌধুরানী এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সরলা দেবীর ‘লক্ষীর ভান্ডার’ প্রতিষ্ঠা এক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ।
- নারীরা শিক্ষা ও সামাজিক রীতিনীতিতে উদারনৈতিক সংস্কারের জন্য আন্দোলন করে।
- নারীদের অধিকারের জন্য রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য সংগঠিত হতে থাকেন। সরোজিনী নাইডু, অরুনা আসাদ আলী, বিজয় লক্ষী পন্ডিত প্রমূখ এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেন।
- নারী-স্বার্থকে রাজনৈতিক কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা। বঙ্গভঙ্গ, অসহযোগ, আইন অমান্য, ভারত ছাড়ো এবং বিপ্লবী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার মধ্য দিয়ে তা প্রকাশ পেয়েছে।
বিশ শতকের নারী আন্দোলনের উদ্দেশ্য
উত্তরমুছুনপ্রকল্প রূপায়ণে সহায়তা
মুছুন