ওয়াহাবি আন্দোলনের লক্ষ্য ও আদর্শ : ওয়াহাবি কথার অর্থ হল নবজাগরণ। তাই ওয়াহাবি আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল ইসলাম ধর্মের প্রচলিত সংস্কার গুলি দূর করে পবিত্র কোরআনের আলোকে ইসলামের শুদ্ধিকরণ। এই কাজে তারা আরবের অভিনেতা আব্দুল ওয়াহাবের আদর্শ অনুসরণ করে এই আন্দোলন সংগঠিত করেন। যার মূল কথা হলো ইসলাম ধর্মের সংস্কার সাধন করা। তবে ইসলামের নীতি ও আদর্শের দ্বারা পরিচালিত হলেও এই আন্দোলনে নির্যাতিত ও দরিদ্র নিম্নবর্ণের হিন্দুরা শামিল হয়। ফলে এই আন্দোলন দ্রুত ব্রিটিশ বিরোধী আন্দোলনের চরিত্র গ্রহণ করে। ---------------------------------- বিকল্প প্রশ্ন : ১) ওয়াহাবি কথার অর্থ কী? ওয়াহাবি আন্দোলনের লক্ষ্য ও আদর্শ কি ছিল? অন্যান্য প্রশ্ন : ভারতীয় অরণ্য আইন কী? ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন পাশ করেছিল? বারাসাত বিদ্রোহ কী? বাঁশেরকেল্লা কী? খুৎকাঠি প্রথা কী? দাদন প্রথা কী? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হয় কেন? ওয়াহাবি আন্দোলনের লক্ষ্য আদর্শ কী ছিল? ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? তিতুমীর স্মরণীয় কেন? দুদুমিয়া স্মরণীয় কেন? দামিন-ই-কোহ কী? মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ...
সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো অথবা টীকা লেখা : সাঁওতাল বিদ্রোহ উনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে যে সমস্ত উপজাতি বিদ্রোহ হয়েছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল সাঁওতাল বিদ্রোহ। ব্রিটিশ সরকারের উপনিবেশিক শাসন বজায় রাখার জন্য, ব্রিটিশ সরকার যে সমস্ত ভূমি সংস্করণ আইন পাশ করেছিল, তা ভারতীয় উপজাতিদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। তাই শেষ পর্যন্ত ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করতে বাধ্য হয়, যা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। সাঁওতাল বিদ্রোহের কারণ বিহারের রাজমহল থেকে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের শান্তিপ্রিয় সাঁওতালরা বিভিন্ন কারণে ব্রিটিশদের উপর ক্ষুব্ধ হয়েছিল— ক) জমির উপর ব্রিটিশদের অধিকার:- সাঁওতালরা জঙ্গল পরিষ্কার করে জমি তৈরি করে চাষবাস শুরু করলে ব্রিটিশ সরকার সাঁওতালদের কাছে বিপুল হারে রাজস্বের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে সাঁওতালরা জমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। খ) সাঁওতালদের সর্বস্বান্ত : ব্রিটিশ সরকার ভূমিরাজস্ব ছাড়াও অন্যান্য কর ও ঋণের দায়ভার সাঁওতালদের উপর চাপিয়ে দেয়। ফলে সাঁও...