বাংলায় ছাপাখানার বিকাশে জেমস অগাষ্টস হিকির অগাষ্টস হিকি : বাংলায় ছাপাখানার বিকাশে আইরিশ শিল্প-উদ্যোগী জেমস অগাষ্টস হিকির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দুই হাজার গচ্ছিত টাকা দিয়ে জেলে বসে ছাপাখানার টাইপ কিনে ছুতোর দিয়ে ১৭৭৭ সালে কলকাতায় প্রিন্টিং প্রেস বানিয়ে শুরু করেছিলেন ছাপাখানার ব্যবসা। প্রথম দিকে হ্যান্ডবিল,বিজ্ঞাপন,দলিল ইত্যাদি এবং পরে ব্রিটিশ সেনাদের জন্য আর্মি রেগুলেশন ছাপার কাজ পান তিনি। ফলে ছাপাখানার ব্যবসা দাড়িয়ে যায়। হিকির দেখাদেখি গভর্নর জেনারেল হেস্টিংসএর দুই বন্ধু ছাপাখানা খুললে অর্ডার হারান হিকি। বিকল্প আয়ের সন্ধানে শুরু করেন খবরের কাগজ ছাপার কাজ। ফলে ১৭৮০ সালে প্রকাশ পেল ভারতের প্রথম সংবাদপত্র ' হিকিস বেঙ্গল গেজেট' । ভারতের সংবাদ পত্রের এবং ব্রিটিশ স্বৈরশাসনের তৎকালীন ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হয়ে আছে এই কাগজ । ---------------------- আরও পড়তে পারো : ১) ভারতের ইতিহাসে জেমস অগাষ্টস হিকির অবদান এই বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন : হ্যালহেডের 'এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থট...
অথবা টীকা লেখা:- সাঁওতাল বিদ্রোহ উনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে যে সমস্ত উপজাতি বিদ্রোহ হয়েছিল ।তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সাঁওতাল বিদ্রোহ। ব্রিটিশ সরকারের উপনিবেশিক শাসন বজায় রাখার জন্য, ব্রিটিশ সরকার যে সমস্ত ভূমি সংস্করণ করেছিল তার প্রভাব ভারতীয় উপজাতিদের মধ্যে ব্যাপক ভাবে প্রতিফলিত হয়েছিল। তাই শেষ পর্যন্ত 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করতে বাধ্য হয় । যা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। সাঁওতাল বিদ্রোহের কারণ বিহারের রাজমহল থেকে পশ্চিমবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলের শান্তিপ্রিয় সাঁওতালরা বিভিন্ন কারণে ব্রিটিশদের উপর রেগে গিয়েছিল। যা হলো নিম্নরুপ:- ক) জমির উপর ব্রিটিশদের অধিকার :- সাঁওতালরা জঙ্গল পরিষ্কার করে জমি তৈরি করে চাষবাস শুরু করলে । ব্রিটিশ সরকার সাঁওতালদের কাছে এমন বিপুল হারে রাজস্বের পরিমাণ বাড়িয়ে দেয়। যা সাঁওতালরা জমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। খ) সাঁওতালদের সর্বস্বান্ত :- ব্রিটিশ সরকার ভূমিরাজস্ব ছাড়াও অন্যান্য কর ও ঋণের দায়ভার সাঁওতালদের উপ...