বিপ্লবী আন্দোলনে সুর্য সেনের অবদান লেখো। বিপ্লবী আন্দোলনে সুর্য সেনের অবদান Write Surya Sen's contribution to the revolutionary movement. ১৮৯৪ সালে ২২ শে মার্চ চট্টগ্রাম জেলার নোয়াপাড়া গ্রামে মাস্টারদা সূর্যসেন জন্মগ্রহণ করেন। বাংলা তথা ভারতের বিপ্লবী আন্দোলনের ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লিখিত আছে। শিক্ষকতা করার সময়ই তিনি বিপ্লবী আদর্শের সঙ্গে জড়িয়ে পড়েন এবং বিদ্রোহের মুখ্য নায়ক (‘ মাস্টারদা ’) হয়ে ওঠেন। বিপ্লবী আন্দোলনে সূর্য সেনের অবদান বিপ্লবী আদর্শের প্রচার : মাস্টারদা সূর্যসেন বিশ্বাস করতেন যে, অহিংস ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ সরকারের পতন ঘটানো সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সশস্ত্র বিপ্লবী আন্দোলন। বিপ্লবী আদর্শের লক্ষ্য : এই আদর্শের প্রচার ও প্রসারের লক্ষ্য ছিল পরিকল্পিতভাবে চট্টগ্রামে একটি সশস্ত্র বৈপ্লবিক অভ্যুত্থান ঘটানো এবং চট্টগ্রাম থেকে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো। সেই সঙ্গে চট্টগ্রামকে একটি ‘ স্বাধীন অঞ্চল ’ হিসেবে ঘোষণা করা। বিপ্লবী সংগঠন স্থাপন : এই আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে মাস্টারদা সূর্যসেন সশস্ত্র আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেন। এই উদ্দেশ্...
সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো অথবা টীকা লেখা : সাঁওতাল বিদ্রোহ উনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে যে সমস্ত উপজাতি বিদ্রোহ হয়েছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল সাঁওতাল বিদ্রোহ। ব্রিটিশ সরকারের উপনিবেশিক শাসন বজায় রাখার জন্য, ব্রিটিশ সরকার যে সমস্ত ভূমি সংস্করণ আইন পাশ করেছিল, তা ভারতীয় উপজাতিদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। তাই শেষ পর্যন্ত ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করতে বাধ্য হয়, যা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। সাঁওতাল বিদ্রোহের কারণ বিহারের রাজমহল থেকে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের শান্তিপ্রিয় সাঁওতালরা বিভিন্ন কারণে ব্রিটিশদের উপর ক্ষুব্ধ হয়েছিল— ক) জমির উপর ব্রিটিশদের অধিকার:- সাঁওতালরা জঙ্গল পরিষ্কার করে জমি তৈরি করে চাষবাস শুরু করলে ব্রিটিশ সরকার সাঁওতালদের কাছে বিপুল হারে রাজস্বের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে সাঁওতালরা জমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। খ) সাঁওতালদের সর্বস্বান্ত : ব্রিটিশ সরকার ভূমিরাজস্ব ছাড়াও অন্যান্য কর ও ঋণের দায়ভার সাঁওতালদের উপর চাপিয়ে দেয়। ফলে সাঁও...