ননীবালা দেবী স্মরণীয় কেন? ননীবালা দেবী স্মরণীয় কেন? ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ননীবালা দেবী স্মরণীয় হয়ে আছেন। কারণ — বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে তিনি বিপ্লবীদের আশ্রয়দান ও গোপনে অস্ত্র সরবরাহ করতেন। এজন্য ব্রিটিশ সরকার তাঁকে গ্রেফতার করে। জেলে থাকাকালীন অকথ্য অত্যাচার সত্ত্বেও তিনি বিপ্লবীদের কোন গোপন তথ্য প্রকাশ করেননি। তিনি ১৮১৮ সালে ৩ নম্বর আইনে সাজাপ্রাপ্ত প্রথম মহিলা রাজবন্দী ছিলেন। তাঁর দেশ ভক্তির আদর্শ বিপ্লবীদের মনে উৎসাহের সঞ্চার করেছিল। এই সমস্ত কারণেই হাওড়ার ননীবালা দেবী ‘বিপ্লবীদের পিসিমা’ নামে খ্যাতি লাভ করেন। --------xx---------- এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে : ননীবালা দেবী কে ছিলেন? ভারতের বিপ্লবী আন্দোলনে ননীবালা দেবীর অবদান কী ছিল? কাকে কেন ‘বিপ্লবীদের পিসিমা’ বলা হয়? ১৮১৮ সালে ‘ তিন নম্বর আইনে ’ সাজাপ্রাপ্ত প্রথম রাজবন্দীর নাম কী? তিনি কীজন্য খ্যাতিলাভ করেছেন? বিপ্লবী আন্দোলন সম্পর্কে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : মাস্টারদা সূর্যসেন কে ছিলেন? তিনি কীজন্য বিখ্যাত ? রশিদ আলী দিবস কত সালে কোথায় পালিত হয় ? রশিদ আলী কে ছিলেন ? স্ট্যানলি জ্য...
অথবা টীকা লেখা:- সাঁওতাল বিদ্রোহ উনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে যে সমস্ত উপজাতি বিদ্রোহ হয়েছিল ।তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সাঁওতাল বিদ্রোহ। ব্রিটিশ সরকারের উপনিবেশিক শাসন বজায় রাখার জন্য, ব্রিটিশ সরকার যে সমস্ত ভূমি সংস্করণ করেছিল তার প্রভাব ভারতীয় উপজাতিদের মধ্যে ব্যাপক ভাবে প্রতিফলিত হয়েছিল। তাই শেষ পর্যন্ত 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করতে বাধ্য হয় । যা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। সাঁওতাল বিদ্রোহের কারণ বিহারের রাজমহল থেকে পশ্চিমবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলের শান্তিপ্রিয় সাঁওতালরা বিভিন্ন কারণে ব্রিটিশদের উপর রেগে গিয়েছিল। যা হলো নিম্নরুপ:- ক) জমির উপর ব্রিটিশদের অধিকার :- সাঁওতালরা জঙ্গল পরিষ্কার করে জমি তৈরি করে চাষবাস শুরু করলে । ব্রিটিশ সরকার সাঁওতালদের কাছে এমন বিপুল হারে রাজস্বের পরিমাণ বাড়িয়ে দেয়। যা সাঁওতালরা জমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। খ) সাঁওতালদের সর্বস্বান্ত :- ব্রিটিশ সরকার ভূমিরাজস্ব ছাড়াও অন্যান্য কর ও ঋণের দায়ভার সাঁওতালদের উপ...