ননীবালা দেবী স্মরণীয় কেন?
ননীবালা দেবী স্মরণীয় কেন? |
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ননীবালা দেবী স্মরণীয় হয়ে আছেন। কারণ —
- বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে তিনি বিপ্লবীদের আশ্রয়দান ও গোপনে অস্ত্র সরবরাহ করতেন। এজন্য ব্রিটিশ সরকার তাঁকে গ্রেফতার করে।
- জেলে থাকাকালীন অকথ্য অত্যাচার সত্ত্বেও তিনি বিপ্লবীদের কোন গোপন তথ্য প্রকাশ করেননি।
- তিনি ১৮১৮ সালে ৩ নম্বর আইনে সাজাপ্রাপ্ত প্রথম মহিলা রাজবন্দী ছিলেন।
- তাঁর দেশ ভক্তির আদর্শ বিপ্লবীদের মনে উৎসাহের সঞ্চার করেছিল।
--------xx----------
এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- ননীবালা দেবী কে ছিলেন?
- ভারতের বিপ্লবী আন্দোলনে ননীবালা দেবীর অবদান কী ছিল?
- কাকে কেন ‘বিপ্লবীদের পিসিমা’ বলা হয়?
- ১৮১৮ সালে ‘তিন নম্বর আইনে’ সাজাপ্রাপ্ত প্রথম রাজবন্দীর নাম কী? তিনি কীজন্য খ্যাতিলাভ করেছেন?
বিপ্লবী আন্দোলন সম্পর্কে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- মাস্টারদা সূর্যসেন কে ছিলেন? তিনি কীজন্য বিখ্যাত?
- রশিদ আলী দিবস কত সালে কোথায় পালিত হয়?
- রশিদ আলী কে ছিলেন?
- স্ট্যানলি জ্যাকসনকে কে হত্যা করেন?
- বিনয়-বাদল-দীনেশ কিজন্য বিখ্যাত?
- বিনয়কৃষ্ণ বসু, বাদল গুপ্ত, ও দীনেশ গুপ্ত কোন বিপ্লবী দলের সদস্য ছিলেন?
- কলকাতার বি-বা-দী বাগ অঞ্চল কোন বিপ্লবীদের নাম অনুসারে নামকরণ হয়েছে?
- প্রীতিলতা ওয়াদ্দেদার কে ছিলেন?
- দীপালি সংঘের উদ্দেশ্য কী ছিল?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন