সরদার প্যাটেলকে ‘ভারতের লৌহমানব’ বলা হয় কেন? সরদার প্যাটেলকে ‘ভারতের লৌহমানব’ বলা হয় কেন? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সরদার বল্লভ ভাই প্যাটেলকে ‘ ভারতের লৌহ-মানব’ বলা হয়। কারণ - তিনি ভারতের স্বরাষ্ট্রসচিব ভিপি মেনান ও বড়লাট মাউন্টব্যাটেনের সহযোগিতায় কূটনীতি ও যুদ্ধনীতির মাধ্যমে ভারতের দেশীয় রাজ্যগুলিকে ভারত ভুক্ত করে দেশকে রাজনৈতিক সংকটমুক্ত করেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ভারতের অভ্যন্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বা পাকিস্তানের পক্ষে যোগদানে ইচ্ছুক দেশীয়রাজ্যগুলো ভারতভুক্ত হলে ভারতবর্ষের ঐক্য প্রতিষ্ঠিত হয়। এছাড়া ১৯২৮ সালে বারদৌলি সত্যাগ্রহের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ৬.০৩ শতাংশ করতে সরকারকে বাধ্য করেন। এক কথায়, দেশীয় রাজ্যগুলিকে ভারতীয়করণ করা এবং দেশের ঐক্য প্রতিষ্ঠায় তাঁর এই লৌহকঠিন মানসিকতার কারণে তাঁকে ‘ ভারতের লৌহমানব’ বলা হয়। -----------xx----------- এই প্রশ্নটিই অন্য যেভাবে ঘুরিয়ে আসতে পারে : কাকে, কেন ‘ভারতের লৌহমানব’ বলা হয়? সরদার বল্লভ ভাই প্যাটেল কে ছিলেন? তাঁকে কেন ভারতের লৌহমানব বলা হয়? স্বাধীন ভারতের ঐক্য ...
অথবা টীকা লেখা:- সাঁওতাল বিদ্রোহ উনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে যে সমস্ত উপজাতি বিদ্রোহ হয়েছিল ।তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সাঁওতাল বিদ্রোহ। ব্রিটিশ সরকারের উপনিবেশিক শাসন বজায় রাখার জন্য, ব্রিটিশ সরকার যে সমস্ত ভূমি সংস্করণ করেছিল তার প্রভাব ভারতীয় উপজাতিদের মধ্যে ব্যাপক ভাবে প্রতিফলিত হয়েছিল। তাই শেষ পর্যন্ত 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করতে বাধ্য হয় । যা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। সাঁওতাল বিদ্রোহের কারণ বিহারের রাজমহল থেকে পশ্চিমবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলের শান্তিপ্রিয় সাঁওতালরা বিভিন্ন কারণে ব্রিটিশদের উপর রেগে গিয়েছিল। যা হলো নিম্নরুপ:- ক) জমির উপর ব্রিটিশদের অধিকার :- সাঁওতালরা জঙ্গল পরিষ্কার করে জমি তৈরি করে চাষবাস শুরু করলে । ব্রিটিশ সরকার সাঁওতালদের কাছে এমন বিপুল হারে রাজস্বের পরিমাণ বাড়িয়ে দেয়। যা সাঁওতালরা জমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। খ) সাঁওতালদের সর্বস্বান্ত :- ব্রিটিশ সরকার ভূমিরাজস্ব ছাড়াও অন্যান্য কর ও ঋণের দায়ভার সাঁওতালদের উপ...