হিন্দু পেট্রিয়ট পত্রিকা ঊনিশ শতকে বাংলা থেকে প্রকাশিত যেসব পত্রপত্রিকায় সমকালীন অর্থ-সামাজিক অবস্থার প্রতিফলন ঘটেছে সেগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হলো 'হিন্দু পেট্রিয়ট'। ঊনিশ শতকের হিন্দু পেট্রিয়ট পত্রিকায় বাংলার আর্থ-সামাজিক চিত্র : সমকালীন বাংলার আর্থ-সামাজিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন চিত্র ' হিন্দু পেট্রিয়ট ' পত্রিকায় ফুটে উঠেছে। সামাজিক প্রতিফলন : 🔺মেয়েদের বাল্যবিবাহ, পুরুষদের বহুবিবাহ, মদ্যপান প্রভৃতি সামাজিক কু-প্রথার বিরুদ্ধে নানা সংবাদ এই পত্রিকায় প্রকাশিত হয়। 🔺এছাড়া বিধবা বিবাহের সমর্থন এবং নারী শিক্ষার প্রসারে এই পত্রিকার প্রচার চালায়। অর্থনৈতিক প্রতিফলন : ১) বাংলাদেশের বেশিরভাগ মানুষ ছিল কৃষিজীবী। এই পত্রিকা চিরস্থায়ী বন্দোবস্তের কুফল, জমিদারি শোষণ ও অত্যাচার, কৃষিজীবীদের অভাব অভিযোগ জনসমক্ষে তুলে ধরে। ২) নীলকর সাহেবদের অত্যাচার, জোরপূর্বক নীল চাষ করানো, দাদন নিতে বাধ্য করা এবং নিরক্ষর সহজ-সরল চাষীদের কীভাবে ঠকানো হতো তার কথাও তুলে ধরা হয়। ৩) এছাড়া সরকারি শিক্ষা নীতি বিষয়ে পাশ্চাত্য শিক্ষিত মধ্যবিত্ত সম্প্র...
সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো অথবা টীকা লেখা : সাঁওতাল বিদ্রোহ উনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে যে সমস্ত উপজাতি বিদ্রোহ হয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সাঁওতাল বিদ্রোহ। ব্রিটিশ সরকারের উপনিবেশিক শাসন বজায় রাখার জন্য, ব্রিটিশ সরকার যে সমস্ত ভূমি সংস্করণ করেছিল তার প্রভাব ভারতীয় উপজাতিদের মধ্যে ব্যাপক ভাবে প্রতিফলিত হয়েছিল। তাই শেষ পর্যন্ত ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করতে বাধ্য হয়, যা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। সাঁওতাল বিদ্রোহের কারণ বিহারের রাজমহল থেকে পশ্চিমবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলের শান্তিপ্রিয় সাঁওতালরা বিভিন্ন কারণে ব্রিটিশদের উপর ক্ষুব্ধ হয়েছিল— ক) জমির উপর ব্রিটিশদের অধিকার:- সাঁওতালরা জঙ্গল পরিষ্কার করে জমি তৈরি করে চাষবাস শুরু করলে। ব্রিটিশ সরকার সাঁওতালদের কাছে এমন বিপুল হারে রাজস্বের পরিমাণ বাড়িয়ে দেয়। যা সাঁওতালরা জমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। খ) সাঁওতালদের সর্বস্বান্ত : ব্রিটিশ সরকার ভূমিরাজস্ব ছাড়াও অন্যান্য কর ও ঋণের দায়ভার সাঁওতালদের...