মাধ্যমিক ইতিহাস পরীক্ষা ২০২০। সঠিক উত্তরটি বেছে নাও। MCQ ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১.১ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় - ৫ই জুন। ১.২ ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে - ক) পর্তুগিজ। ১.৩ প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয় - গ) ১৮৮২ সালে। ১.৪) দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজের যোগ দেন - খ) ১৮৩৩ সালে। ১.৫) বাংলার নবজাগরণ ছিল - গ) কলকাতা কেন্দ্রিক। ১.৬) দ্বিতীয় অরণ্য আইনে (১৮৭৮) লাভবান হয়েছিল - খ) ব্রিটিশ সরকার। ১.৭) ‘হুল’ কথাটির অর্থ হলো - ঘ) বিদ্রোহ। ১.৮) মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮) প্রধান উদ্দেশ্য ছিল - ক) ভারতবাসীর আনুগত্য অর্জন। ১.৯) ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন - ক) রাজা রাধাকান্ত দেব। ১.১০) হিন্দু মেলার সম্পাদক ছিলেন - খ) গণেন্দ্রনাথ ঠাকুর। ১.১১) বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় - ঘ) ১৭৭৮ সালে। ১.১২) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন - ঘ) প্রমথনাথ বসু। ১.১৩) ‘দেশপ্রাণ’ নামে পরিচিত ছিলেন - গ) বীরেন্দ্রনাথ শাসমল। ১.১৪) মোপলা বিদ্রোহ (১৯২১) হয়েছিল - ক) মালাবার উপকূলে। ১.১৫) ‘মিরাট ষড়যন...
অথবা টীকা লেখা:- সাঁওতাল বিদ্রোহ উনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে যে সমস্ত উপজাতি বিদ্রোহ হয়েছিল ।তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সাঁওতাল বিদ্রোহ। ব্রিটিশ সরকারের উপনিবেশিক শাসন বজায় রাখার জন্য, ব্রিটিশ সরকার যে সমস্ত ভূমি সংস্করণ করেছিল তার প্রভাব ভারতীয় উপজাতিদের মধ্যে ব্যাপক ভাবে প্রতিফলিত হয়েছিল। তাই শেষ পর্যন্ত 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করতে বাধ্য হয় । যা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। সাঁওতাল বিদ্রোহের কারণ বিহারের রাজমহল থেকে পশ্চিমবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলের শান্তিপ্রিয় সাঁওতালরা বিভিন্ন কারণে ব্রিটিশদের উপর রেগে গিয়েছিল। যা হলো নিম্নরুপ:- ক) জমির উপর ব্রিটিশদের অধিকার :- সাঁওতালরা জঙ্গল পরিষ্কার করে জমি তৈরি করে চাষবাস শুরু করলে । ব্রিটিশ সরকার সাঁওতালদের কাছে এমন বিপুল হারে রাজস্বের পরিমাণ বাড়িয়ে দেয়। যা সাঁওতালরা জমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। খ) সাঁওতালদের সর্বস্বান্ত :- ব্রিটিশ সরকার ভূমিরাজস্ব ছাড়াও অন্যান্য কর ও ঋণের দায়ভার সাঁওতালদের উপ...