দলিত কাদের বলা হয়? দলিত কাদের বলা হয়? দলিত কারা : ‘ দলিত ’ কথাটি এসেছে ‘ দলন ’ শব্দ থেকে, যার অর্থ হল দমিয়ে রাখা । যুগ যুগ ধরে ভারতীয় সমাজে উচ্চবর্ণের মানুষেরা নিম্নবর্ণের মানুষদের ওপর অর্থনৈতিক ও সামাজিক শোষণ, দমনপীড়ন ও বঞ্চনা চালিয়ে আসছে। উচ্চবর্ণের মানুষের দ্বারা শোষিত,নিপীড়িত ও বঞ্চিত এই নিম্নবর্ণের জনগোষ্ঠী ‘ দলিত ’ নামে পরিচিত। উল্লেখ্য, ভারতের ভিন্ন ভিন্ন প্রদেশে এই দলিত শ্রেণি ভিন্ন ভিন্ন নামে পরিচিত। কেরালায় এরা এজাভা ও পুলায়া , কর্নাটকে চালাভাদি , তামিলনাড়ুতে নাদার , মহারাষ্ট্রে মাহার , দিল্লিতে বাল্মিকী , জম্মু-কাশ্মীরে বাসিথ , উত্তর ভারতের চামার , এবং বাংলায় নমঃশূদ্র নামে পরিচিত। -------xx------- এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে : দলিত শব্দের অর্থ কী? দলিতদের সংক্ষিপ্ত পরিচয় দাও। দলিতরা বাংলায় কী নামে পরিচিত? এদের সংক্ষিপ্ত পরিচয় দাও। দলিত কারা? তাদের এই নাম করণের কারণ কী? দলিতদের সংক্ষিপ্ত পরিচয় দাও। দলিতরা ভারতের কোন অঞ্চলে কী নামে পরিচিত? দলিত বিষয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : গুরুচাঁদ ঠা...
সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো অথবা টীকা লেখা : সাঁওতাল বিদ্রোহ উনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে যে সমস্ত উপজাতি বিদ্রোহ হয়েছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল সাঁওতাল বিদ্রোহ। ব্রিটিশ সরকারের উপনিবেশিক শাসন বজায় রাখার জন্য, ব্রিটিশ সরকার যে সমস্ত ভূমি সংস্করণ আইন পাশ করেছিল, তা ভারতীয় উপজাতিদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। তাই শেষ পর্যন্ত ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করতে বাধ্য হয়, যা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। সাঁওতাল বিদ্রোহের কারণ বিহারের রাজমহল থেকে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের শান্তিপ্রিয় সাঁওতালরা বিভিন্ন কারণে ব্রিটিশদের উপর ক্ষুব্ধ হয়েছিল— ক) জমির উপর ব্রিটিশদের অধিকার:- সাঁওতালরা জঙ্গল পরিষ্কার করে জমি তৈরি করে চাষবাস শুরু করলে ব্রিটিশ সরকার সাঁওতালদের কাছে বিপুল হারে রাজস্বের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে সাঁওতালরা জমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। খ) সাঁওতালদের সর্বস্বান্ত : ব্রিটিশ সরকার ভূমিরাজস্ব ছাড়াও অন্যান্য কর ও ঋণের দায়ভার সাঁওতালদের উপর চাপিয়ে দেয়। ফলে সাঁও...