দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়?
দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? |
Why was the Dipali Sangha established?
দিপালী সংঘ হল মহিলা দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত একটি বিপ্লবিক সংঘ। লীলা (নাগ) রায় ১৯২৩ খ্রিস্টাব্দে ঢাকায় দীপালি সঙ্ঘ প্রতিষ্ঠা করেন। এই সংগঠন গড়ে তোলার উদ্দেশ্য ছিল :- মেয়েদের শিক্ষিত, আত্মসচেতন, স্বাবলম্বী করে গড়ে তোলা ও
- অন্য দিকে স্বদেশ প্রেম ও বৈপ্লবিক চিন্তা-চেতনার উন্মেষ ঘটানো।
-----------xx------------
বিকল্প প্রশ্ন সমূহ :
- কে, কি উদ্দেশ্যে দিপালী সংঘ গড়ে তোলেন?
- কে, কত সালে কোথায় দিপালী সংঘ প্রতিষ্ঠা করেন?
- দিপালী সংঘ গড়ে তোলার উদ্দেশ্য কি ছিল?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন