আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন?
আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? |
Who was Alluri Sitaram Raju?
আল্লুরি সীতারাম রাজু ছিলেন রম্পা বিদ্রোহের নেতা। ৪ জুলাই ১৮৯৭ সালে জন্ম নেন এবং ৭ই মে ১৯২৪ পরলোক গমন করেন। তাঁর অন্য নাম ছিল রামচন্দ্র রাজু।তিনি একজন ভারতীয় বিপ্লবী, যিনি অরণ্যের উপর আদিবাসীদের অধিকার রক্ষায় ব্রিটিশ বিরোধী কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন। তিনি 'মান্যম বীরুদ উপাধি পান। যার অর্থ 'অরণ্যের বীর'।
---------xx---------
এই বিষয়ে বিকল্প প্রশ্ন সমূহ :
- রামচন্দ্র রাজু কে ছিলেন?
- কাকে কেন অরণ্যের বীর বলা হয়?
- অসহযোগ আন্দোলন পর্বে দক্ষিণ ভারতের একটি আদিবাসী বিদ্রোহের নাম লেখ। এই বিদ্রোহের নেতা কে ছিলেন?
- রম্পা বিদ্রোহের নেতা কে ছিলেন? তাঁর সংক্ষিপ্ত পরিচয় দাও।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন