'সরকারি নথিপত্র' বলতে কী বোঝায়?
![]() |
সরকারি নথিপত্র বলতে কী বোঝো |
What is meant by Government Documents?
সরকারি নথিপত্র বলতে বোঝায় সরকারের বিভিন্ন আদেশ, উদ্যোগ, পদক্ষেপ, প্রতিবেদন প্রকৃতির নথিপত্র। যেমন, পুলিশ বিভাগের রিপোর্ট ও সরকারী চিঠিপত্র, গোয়েন্দা বিভাগের রিপোর্ট, বিভিন্ন তথ্য, সরকারি আধিকারিকদের প্রতিবেদন ও চিঠিপত্র, এসবকেই সরকারি নথিপত্র বলে অভিহিত করা হয়।
আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে এইসব সরকারি নথিপত্রের গুরুত্ব অপরিসীম।
-----------------xx-------------
এ বিষয়ে বিকল্প প্রশ্ন :
- সরকারি নথিপত্র কী ?
- সরকারি নথিপত্রের উদাহরণ দাও।
এ বিষয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন :
- আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা করো। (প্রশ্নের মান - ৪)
- সরকারি নথিপত্র বলতে কী বোঝো? (তুমি এখন এই প্রশ্নের উত্তর পড়ছো)
- ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতাকতটা?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন