বাংলা তথা ভারতের জাতীয়তাবোধের বিকাশে স্বামী বিবেকানন্দের 'বর্তমান ভারত' গ্রন্থটি কতটা অবদান রেখেছে?
ভারতের জাতীয়তাবোধের বিকাশে স্বামী বিবেকানন্দের ও 'বর্তমান ভারত' গ্রন্থ : বাংলা তথা ভারতের জাতীয়তা বোধের বিকাশে স্বামী বিবেকানন্দ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর লেখা 'বর্তমান ভারত' গ্রন্থটির বক্তব্য বিশ্লেষণ করলে এই কথার সমর্থন পাওয়া যায়। 'বর্তমান ভারত' গ্রন্থের বক্তব্য : সমসাময়িক ভারতের অবস্থা ও ভারতীয়দের কর্তব্য সম্পর্কিত আলোচনাকে গুরুত্বপূর্ণ করার উদ্দেশ্যে তিনি এই গ্রন্থে বৈদিক যুগ থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত ভারতের পূর্ণাঙ্গ ইতিহাস আলোচনা ও ব্যাখ্যা করেছেন। এই গ্রন্থে তিনি দেখিয়েছেন, বৈদিক যুগে ব্রাহ্মণ পুরোহিত, পরে ক্ষত্রিয় (যোদ্ধা জাতি) এবং সবশেষে বৈশ্যরা সমাজে কীভাবে নিজেদের আধিপত্য কায়েম করেছে। সেই সঙ্গে ইতিহাসের চক্রাকার পথে বৈশ্যদের পর শূদ্রদের জাগরণ ও আধিপত্য বিস্তার অবসম্ভাবী বলে তিনি ভবিষ্যতবাণী করেছেন। তাই তাঁর মতে, স্বাধীনতার প্রকৃত অর্থই হচ্ছে সমাজে খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এটাই যুগের চাহিদা । আর এই কারণে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র ভারতবাসীকে 'ভাই' বলে সম্বোধন করেছেন এবং সকলকে এই কাজে এগিয়ে আসতে আহ্বান করেছ...