বিপিনচন্দ্র পালের আত্মজীবনী “সত্তর বছর” বছর কিভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হয়ে উঠেছে তা বিশ্লেষন কর।
বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 'সত্তর বছর' বছর কিভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হয়ে উঠেছে তা বিশ্লেষন কর। অথবা, টীকা লেখ:-বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 'সত্তর বছর' । উত্তর : আধুনিক ভারতের ইতিহাসে একজন বিখ্যাত লেখক, সাংবাদিক রাজনীতিবিদ, হিসেবে পরিচিত বিপিনচন্দ্র পাল। তিনি তাঁর আত্মজীবনী 'সত্তর বছর' গ্রন্থে তাঁর জীবনের প্রথম ২২ বছরের সমকালের কথা বর্ণনা করেছেন। এই গ্রন্থটি প্রথমে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তবে এটি তিনি সম্পূর্ণ করেননি। ফলে মূলত এটি তার বাল্য ও কৈশোর কালের এবং কিছুটা যৌবনের স্মৃতিকথা। ক) সামাজিক ইতিহাস i) 'সত্তর বৎসর' আত্মজীবনী থেকে বিপিনচন্দ্র পালের বংশ ও পারিবারিক ইতিহাস জানা যায়। যেমন শ্রীহট্টের গ্রামজীবন, শিক্ষাব্যবস্থা ও মিশনারীদের প্রভাব, সেখানকার সামাজিক ও সাংস্কৃতিক জীবন জানা যায়। ii) গ্রামীণ সংস্কৃতি যেমন যাত্রাগান, পুরাণপাঠ দোল উৎসব, দুর্গোৎসব, বিবাহের নিয়ম নীতি প্রভুতি সম্পর্কে জানা যায়। iii) এই আত্মজীবনী থেকে গ্রামের পাশাপাশি তৎকালীন কলকাতা শহরের সংস্কৃতি , খাদ্যাভাস, মেয়েদের জীবন রাস্তাঘাট, মদ্যপান ...