বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কী মনে কর যে, এই আন্দোলন ভূমিহীন কৃষকশ্রেণি এবং কৃষিশ্রমিকদের স্বার্থরক্ষায় সফল হয়েছিল?
বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কী মনে কর যে, এই আন্দোলন ভূমিহীন কৃষকশ্রেণি এবং কৃষিশ্রমিকদের স্বার্থরক্ষায় সফল হয়েছিল? - ২০২৩ বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কী মনে কর যে, এই আন্দোলন ভূমিহীন কৃষকশ্রেণি এবং কৃষিশ্রমিকদের স্বার্থরক্ষায় সফল হয়েছিল? Give a brief account of Bardauli Movement. বারদৌলি সত্যাগ্রহ অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনগুলি মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকে কৃষকদের সত্যাগ্রহ আন্দোলন। বারদৌলি সত্যাগ্রহের কারণ : হালি প্রথা : বিভিন্ন কারণে এই আন্দোলনটি সংঘটিত হয়। এই অঞ্চলের ৬০% মানুষ ছিল নিম্নবর্ণের কালিপরাজ শ্রেণীভুক্ত। এরা ছিল ভূমিহীন ক্ষেতমজুর বা ভাগচাষি। এরা 'হালি প্রথা' অনুযায়ী উচ্চবর্ণের উজালি পরাজ জনগোষ্ঠীর দ্বারা শোষিত, নিপীড়িত ও অবজ্ঞার শিকার হত। বন্যাজনিত কারণ : ১৯২৫ সালে বারদৌলি তালুকে বন্যাজনিত কারণে ফসল নষ্ট হলে কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে এবং দুর্ভিক্ষ হয়। কৃষকদের শোচনীয় অবস্থা সত্ত্বেও সরকার ১৯২৬ খ্রিঃ খাজনার হার প্রথমে ৩০% এবং পরে তা পরিবর্তন করে ২১.৯৭% করলে কৃষকরা প্রতিবাদে সোচ্...