ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে কী উদ্দেশ্যে গড়ে তোলেন? বাংলার ছাপাখানার ইতিহাসে তারা কীভাবে অবদান রেখেছে?
উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মূলত তারই উদ্যোগে ১৮১৭ সালে 'ক্যালকাটা স্কুল বুক সোসাইটি' গড়ে ওঠে। পাশ্চাত্য শিক্ষার বিস্তারে সহায়তা করার জন্য বাংলা ও ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তক রচনা, প্রকাশ ও বিতরণের উদ্দেশ্যে তিনি এই প্রতিষ্ঠান গড়ে তোলেন। শিক্ষার প্রসারের জন্য কম খরচে অথবা বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের বিতরনের জন্য এই প্রতিষ্ঠান প্রচুর পাঠ্যপুস্তক প্রকাশ করে। এই প্রস্তাব প্রকাশের দায়িত্ব পায় ' শ্রীরামপুর মিশন প্রেস' সহ একাধিক প্রেস। এদের মধ্যে উল্লেখযোগ্য হল হিন্দুস্থানী প্রেস, পার্শিয়ান প্রেস, সংস্কৃত প্রেস ইত্যাদি। এইভাবে পাঠ্যপুস্তক রচনার বরাত দিয়ে উৎসাহিত করে বাংলায় ছাপাখানার বিস্তার ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এই সংস্থাটি। বিকল্প প্রশ্ন : 📗📗 বাংলায় ছাপাখানার বিস্তার ও বিকাশে 'স্কুল বুক সোসাইটি'র ভূমিকা কী ছিল? ডেভিড হেয়ার সংক্রান্ত অন্যান্য প্রশ্ন পেতে এখানে ক্লিক করো । এই বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন : হ্যালহেডের 'এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটি গুরুত্বপূর...