মাধ্যমিক ইতিহাস পরীক্ষা ২০২০। অতি সংক্ষিপ্ত উত্তর। একটি বাক্যে উত্তর দাও। ২.১ একটি বাক্যে উত্তর দাও। ২.১.১) বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কী? বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম হল - সত্তর বৎসর. ২.১.২) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ২.১.৩) কত খ্রিস্টাব্দে ‘নীল কমিশন’ গঠিত হয়? ১৮৬০ সালে নীল কমিশন গঠিত হয়। ২.১.৪) বর্ণপরিচয় কে রচনা করেন? বর্ণপরিচয় রচনা করেন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো। ২.২.১) ‘নদিয়া কাহিনী’ গ্রন্থটি শহরের ইতিহাস-এর অন্তর্গত। ভুল। ২.২.২) বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্মসমাজের নেতা। ভুল। ২.২.৩) ‘ফরওয়ার্ড ব্লক’ প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। ঠিক। ২.২.৪) লক্ষীর ভান্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। ভুল। ২.৩ ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও : ক স্তম্ভ ---- খ স্তম্ভ ২.৩.১) টমাস ব্যাবিংটন মেকলে ---- পাশ্চাত্য শিক্ষা ২.৩.২) কেশবচন্দ্র সেন ----- নববিধান ২.৩.৩) রাজা রাধাকান্ত দেব ----- ল্যান্ড হোল্ডার সোসাইটি ২.৩.৪) স্বামী বিবেকানন্দ ----- বর্তমান ভারত ২.৪ প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থ...
অথবা টীকা লেখা:- সাঁওতাল বিদ্রোহ উনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে যে সমস্ত উপজাতি বিদ্রোহ হয়েছিল ।তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সাঁওতাল বিদ্রোহ। ব্রিটিশ সরকারের উপনিবেশিক শাসন বজায় রাখার জন্য, ব্রিটিশ সরকার যে সমস্ত ভূমি সংস্করণ করেছিল তার প্রভাব ভারতীয় উপজাতিদের মধ্যে ব্যাপক ভাবে প্রতিফলিত হয়েছিল। তাই শেষ পর্যন্ত 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করতে বাধ্য হয় । যা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। সাঁওতাল বিদ্রোহের কারণ বিহারের রাজমহল থেকে পশ্চিমবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলের শান্তিপ্রিয় সাঁওতালরা বিভিন্ন কারণে ব্রিটিশদের উপর রেগে গিয়েছিল। যা হলো নিম্নরুপ:- ক) জমির উপর ব্রিটিশদের অধিকার :- সাঁওতালরা জঙ্গল পরিষ্কার করে জমি তৈরি করে চাষবাস শুরু করলে । ব্রিটিশ সরকার সাঁওতালদের কাছে এমন বিপুল হারে রাজস্বের পরিমাণ বাড়িয়ে দেয়। যা সাঁওতালরা জমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। খ) সাঁওতালদের সর্বস্বান্ত :- ব্রিটিশ সরকার ভূমিরাজস্ব ছাড়াও অন্যান্য কর ও ঋণের দায়ভার সাঁওতালদের উপ...