মাধ্যমিক ইতিহাস পরীক্ষা ২০২০। অতি সংক্ষিপ্ত উত্তর। একটি বাক্যে উত্তর দাও।
২.১ একটি বাক্যে উত্তর দাও।
২.১.১) বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কী?
বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম হল - সত্তর বৎসর.
২.১.২) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
২.১.৩) কত খ্রিস্টাব্দে ‘নীল কমিশন’ গঠিত হয়?
১৮৬০ সালে নীল কমিশন গঠিত হয়।
২.১.৪) বর্ণপরিচয় কে রচনা করেন?
বর্ণপরিচয় রচনা করেন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২.২ ঠিক বা ভুল নির্ণয় করো।
২.২.১) ‘নদিয়া কাহিনী’ গ্রন্থটি শহরের ইতিহাস-এর অন্তর্গত।
ভুল।
২.২.২) বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্মসমাজের নেতা।
ভুল।
২.২.৩) ‘ফরওয়ার্ড ব্লক’ প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু।
ঠিক।
২.২.৪) লক্ষীর ভান্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী।
ভুল।
২.৩ ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও :
ক স্তম্ভ ---- খ স্তম্ভ
২.৩.১) টমাস ব্যাবিংটন মেকলে ---- পাশ্চাত্য শিক্ষা
২.৩.২) কেশবচন্দ্র সেন ----- নববিধান
২.৩.৩) রাজা রাধাকান্ত দেব ----- ল্যান্ড হোল্ডার সোসাইটি
২.৩.৪) স্বামী বিবেকানন্দ ----- বর্তমান ভারত
২.৪ প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো এবং নামাঙ্কিত করো :
২.৪.১) বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র - বারাসাত ।
২.৪.২) নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র - যশোহর।
২.৪.৩) মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র - মিরাট।
২.৪.৪) পুনর্গঠিত রাজ্য (১৯৬০) - মহারাষ্ট্র।
২.৫ নিম্নলিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা টি নির্বাচন করো :
২.৫.১) বিবৃতি : হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য।
ব্যাখ্যা - ৩ : কারণ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল।
২.৫.২) বিবৃতি : বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় ১৯২৮ সালে।
ব্যাখ্যা - ১ : এই আন্দোলন ছিল ভূস্বামী ধ্বনি কৃষকদের অত্যাচারের বিরুদ্ধে ভূমিহীন দরিদ্র কৃষি-শ্রমিকদের আন্দোলন।
২.৫.৩) বিবৃতি : ভারতছাড়ো আন্দোলনের সময়ে ভোগেশ্বরী ফুকোননী পুলিশের গুলিতে মৃত্যু বরণ করেন।
ব্যাখ্যা - ৩ : ভোগেশ্বরী ফুকোননী অসমের নওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান।
২.৫৪) বিবৃতি : সাম্প্রদায়িক বাটোয়ারা মাধ্যমে অনুন্নত শ্রেণীদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধিজি তার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন।
ব্যাখ্যা - ২ : হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিবেক তৈরীর প্রতিবাদে গান্ধিজি অনশন করেন।
---------x--------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন