ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিয়েছিল?
সোমপ্রকাশ ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা। এই পত্রিকা ধর্ম ও সমাজ সংস্কারের পক্ষে প্রচার চালালেও এর রাজনৈতিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে এই পত্রিকা :
১) কৃষকদের উপর নীলকর সাহেবদের অত্যাচার,
২) ইংরেজ শাসনের কুফল,
৩) দেশ শাসনের নামে দেশবাসীর উপর দমন-পীড়ন ইত্যাদি বিষয়ে দেশবাসীকে সচেতন করতে সচেষ্ট হয়।
মূলত এই কারণেই, ক্রমাগত ব্রিটিশবিরোধী লেখা প্রকাশের দায়ে লর্ড লিটনের ‘দেশীয় ভাষায় সংবাদপত্র আইন’-এর অপপ্রয়োগ করে এই পত্রিকাটি ব্রিটিশ সরকার বন্ধ করে দেয়।
---------x---------
বিকল্প প্রশ্ন :
কাল পরীক্ষা ইতিহাস আজকে যদি পড়ি তাহলে ফুল marks পাবো তো
উত্তরমুছুনএত বড় বড় উত্তর কেন দেখেই মাথা ঘুরাচ্ছে
উত্তরমুছুন