নব্য বেদান্ত-এর মূল কথা কি?
নব্য বেদান্ত :
স্বামী বিবেকানন্দের ধর্মীয় চিন্তাধারার গুরুত্বপূর্ণ দিক হলো ‘নব্য বেদান্তবাদ’।
‘নব্য বেদান্ত’-এর মূল কথা
অদ্বৈত বেদান্ত দর্শনের বলা হয় যে, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। রম্য ও আত্মা পৃথক কিছু নয়। কিন্তু বিবেকানন্দ অদ্বৈত বেদান্তের নতুন ব্যাখ্যা দিয়ে দাবি করেন, জগতের সর্বত্রই ব্রহ্মার উপস্থিতি রয়েছে। সাধারণ মানুষের সেবা করাই ব্রহ্মের সেবা করা। তাঁর অদ্বৈত বেদান্ত দর্শনের এই নতুন ব্যাখ্যাই ‘নব্য বেদান্তবাদ’ নামে পরিচিত।
তিনি প্রচার করেন ধর্মের তত্ত্ব কেবল মুখে আওড়ালে হবে না তাকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। তাহারেই ব্যাখ্যা দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং ভারতবাসী সহ বিশ্ববাসীকে মুগ্ধ করে।
------------x------------
বিকল্প প্রশ্ন :
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন