উলগুলান বলতে কী বোঝায়?
উলগুলান (উলঘুলান) শব্দের অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ।
১৮৯৯ ব্রিটিশ সরকার মুন্ডাদের জমির উপর যৌথ মালিকানা ব্যবস্থা বা খুৎকাঠি প্রথা বাতিল করে নতুন ভূমিব্যবস্থা (চিরস্থায়ী বন্দোবস্ত) চালু করে। এই ভূমিব্যবস্থাকে সামনে রেখে বহিরাগত জমিদার, মহাজন' ও ঠিকাদাররা মুন্ডাদের উপর জুলুম ও অত্যাচার চালাতে শুরু করে এবং জমিজমা দখল করে নিতে থাকে।
এর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে মুন্না সম্প্রদায়ের মানুষ বিরসা মুন্ডার নেতৃত্বে যে বিদ্রোহ ঘোষণা করে তা মুন্ডা বিদ্রোহ নামে খ্যাত। এই বিদ্রোহকে স্থানীয় ভাষায় বলা হয় উলগুলান।
----------x----------
উলগুলানের কারণ কি
উত্তরমুছুনউলগুলান এর কারণ কি
উত্তরমুছুন