মাধ্যমিক ইতিহাস পরীক্ষা ২০২০। সঠিক উত্তরটি বেছে নাও। MCQ
১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।
১.১ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় -
৫ই জুন।
১.২ ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে -
ক) পর্তুগিজ।
১.৩ প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয় -
গ) ১৮৮২ সালে।
১.৪) দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজের যোগ দেন -
খ) ১৮৩৩ সালে।
১.৫) বাংলার নবজাগরণ ছিল -
গ) কলকাতা কেন্দ্রিক।
১.৬) দ্বিতীয় অরণ্য আইনে (১৮৭৮) লাভবান হয়েছিল -
খ) ব্রিটিশ সরকার।
১.৭) ‘হুল’ কথাটির অর্থ হলো -
ঘ) বিদ্রোহ।
১.৮) মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮) প্রধান উদ্দেশ্য ছিল -
ক) ভারতবাসীর আনুগত্য অর্জন।
১.৯) ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন -
ক) রাজা রাধাকান্ত দেব।
১.১০) হিন্দু মেলার সম্পাদক ছিলেন -
খ) গণেন্দ্রনাথ ঠাকুর।
১.১১) বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় -
ঘ) ১৭৭৮ সালে।
১.১২) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন -
ঘ) প্রমথনাথ বসু।
১.১৩) ‘দেশপ্রাণ’ নামে পরিচিত ছিলেন -
গ) বীরেন্দ্রনাথ শাসমল।
১.১৪) মোপলা বিদ্রোহ (১৯২১) হয়েছিল -
ক) মালাবার উপকূলে।
১.১৫) ‘মিরাট ষড়যন্ত্র মামলা’ (১৯২৯) হয়েছিল -
গ) শ্রমিক নেতাদের বিরুদ্ধে।
১.১৬) ‘নারী সত্যাগ্রহ সমিতি’ প্রতিষ্ঠিত হয়েছিল -
গ) আইন অমান্য আন্দোলনের সময়ে।
১.১৭) ‘মাস্টারদা’ নামে পরিচিত ছিলেন -
খ) সূর্যসেন।
১.১৮) মাদ্রাজে ‘আত্মসম্মান আন্দোলন’ শুরু করেন -
ক) রামস্বামী নাইকার।
১.১৯) স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল -
গ) হায়দ্রাবাদ।
১.২০) পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল -
ঘ) মালাবার উপকূলে।
________x_________
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন