'শিক্ষার চুঁইয়ে পড়া নীতি' বলতে কী বোঝ?
লর্ড বেন্টিং-এর আইন সচিব টমাস ব্যাবিংটন মেকলে ১৮৩৫ সালে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের দাবি জানিয়ে একটি প্রস্তাব দেন যা 'মেকলে মিনিটস' নামে পরিচিত।
এই প্রস্তাবে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের স্বপক্ষে যুক্তি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এদেশের উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটবে এবং তাদের দ্বারা তা চুইয়ে ক্রমশ সাধারণ দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়বে। ফলে ভারতীয়রা রুচি, মত, নৈতিকতা ও বুদ্ধিমত্তায় ইংরেজদের মত হয়ে উঠবে। ইংরেজি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে মেকলের নেওয়া এই নীতি 'চুঁইয়ে পড়া নীতি' নামে পরিচিত।
------------xx-----------
এই প্রশ্নের বিকল্প প্রশ্নগুলি হল :
- মেকলে মিনিটস কী?মেকলে মিনিটস এর অন্তর্ভুক্ত চুইয়ে পড়া নীতি ব্যাখ্যা করো।
- চুঁইয়ে পড়া নীতি কাকে বলে? এই নীতি কী ভাবে কাজ করে?
- কে কেন এবং কোথায় চুইয়ে পড়া নীতির কথা বলেছিলেন?
Think you
উত্তরমুছুন