নববিধান সমাজ'
কে, কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন
নববিধান সমাজ প্রতিষ্ঠার কারণ (পটভূমি) :
কেশবচন্দ্র সেন ছিলেন রামমোহন রায় প্রতিষ্ঠিত ব্রাহ্মসমাজের একজন অগ্রগণ্য নেতা। বিভিন্ন বিষয়ে মতপার্থক্যের কারণে তিনি ব্রাহ্মসমাজ থেকে বহিস্কৃত হন এবং 'ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ' নামে একটি পৃথক সংগঠন গড়ে তোলেন।পরবর্তীতে এই সংগঠনের কিছু তরুণ সদস্যের সঙ্গে তাঁর মতবিরোধ দেখা দেয় এবং তিনি ভারতীয় ব্রাহ্মসমাজ-এর নিয়ম ভেঙে নিজের ১৪ বছরের নাবালিকা কন্যাকে কোচবিহারের মহারাজের সঙ্গে বিবাহ দেন।
নববিধান সমাজ গঠন :
এই ঘটনাকে কেন্দ্র করে শিবনাথ শাস্ত্রী-সহ কয়েকজন সদস্য তাঁর 'ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ' ত্যাগ করলে তিনি সর্বধর্মসমন্বয়ের আদর্শে 'নববিধান' ঘোষণা করেন এবং 'নববিধান সমাজ' গঠন করেন।------------xx-------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন