ব্রাহ্মসমাজ আন্দোলনে'র ফল কী হয়েছিল?
অথবা, ব্রাহ্মসমাজের দুটো সমাজসংস্কারমূলক কাজের উদাহরণ দাও।
ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসাবের আগে বাংলার সমাজ জীবন ছিল নানা ধরণের কুসংস্কার, অন্ধবিশ্বাস ও গোঁড়ামিতে নিমজ্জিত।
রাজা রামমোহন রায়-সহ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুক্তিবাদী ও মানবতাবাদী কিছু যুবক 'ব্রাহ্মসমাজ' প্রতিষ্ঠা করেন এবং সংস্কার আন্দোলনের মাধ্যমে এসমস্ত কুসংস্কার ও কুপথা দূর করার পরিকল্পনা গ্রহণ করেন। তাদের এই আন্দোলন 'ব্রাহ্মসমাজ আন্দোলন' নামে পরিচিত।
তাঁদের উদ্যোগে ---
১) সমাজ থেকে সতীদাহপ্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, দেবদাসীপ্রথা, জাতিভেদপ্রথা, অস্পৃশ্যতা, গঙ্গাজলে সন্তান বিসর্জন ইত্যাদি কুপ্রথা দূর হয়।
২) রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, অক্ষয় কুমার দত্ত, শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু প্রমুখের প্রচেষ্টায় সর্বধর্মসমন্বয় সাধন ও মানবতাবাদ-এর প্রচার ও প্রসার ঘটে।
৩) ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ-এর নেতা কেশবচন্দ্র সেনের আন্দোলনের প্রভাবে ১৮৭২ সালের সরকার 'তিন আইন' পাস করে বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করে এবং অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেয়।
-------------------x------------------
* প্রশ্নের মান - ২ হলে
যেকোন দুটি ফলাফল লিখতে হবে।
** প্রশ্নের মান - ৪ হলে
পুরোটাই লিখতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন