আধুনিক ভারতের স্রষ্টা
অথবা
কে, কাকে, কেন 'ঐতিহ্যবাহি আধুনিকতাবাদী' বলে অভিহিত করেছেন?
ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের আগে বাংলার সমাজ জীবন ছিল নানা ধরনের কুসংস্কার অন্ধবিশ্বাস ও গোঁড়ামিতে নিমজ্জিত।
রাজা রামমোহন রায়-সহ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুক্তিবাদী ও মানবতাবাদি কিছু যুবক সংস্কার আন্দোলনের মাধ্যমে এই সমস্ত কুসংস্কার ও কুপ্রথা দূর করার পরিকল্পনা গ্রহণ করেন।
মূলত উনিশ শতকের প্রথমার্ধে বাংলায় রামমোহন রায় প্রতিষ্ঠিত 'ব্রাহ্মসমাজ' সমাজ থেকে অন্ধবিশ্বাস, কুসংস্কার ও গোঁড়ামি দূর করে একটি আধুনিক যুক্তিবাদী এবং মানবতাবাদের উপর ভিত্তি করে সমন্বয়বাদী সমাজ গঠনের উদ্দেশ্যে এই আন্দোলন গড়ে তুলেছিলেন।
তাঁর এই উদ্যোগের জন্য রাজা রামমোহন রায়কে ঐতিহাসিক স্পিয়ার 'আধুনিক ভারতের স্রষ্টা' এবং ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী তাঁকে 'ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী' বলে অভিহিত করেছেন।
-------xx-------
এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- কাকে কেন ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়?
- উনিশ শতকের একজন যুক্তিবাদীসমাজ সংস্কারকের নাম লেখো।
- রাজা রামমোহন রায় কে ছিলেন? তাঁকে কেন ভারতের ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়?
- রাজা রামমোহন রায় কে কেন আধুনিক ভারতের অগ্রদূত বলা হয়?
পাশ্চাত্য শিক্ষা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- উডের ডেসপ্যাচ কী?
- উডের নির্দেশনামার গুরুত্ব কী?
- হার্ডিঞ্জের ঘোষণার গুরুত্ব কী?
- 'চুইয়ে পড়া নীতি' বলতে কী বোঝ?
- কাকে কেন পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয়?
- ডেভিড হেয়ার স্মরণীয় কেন?
- রাধাকান্ত দেব স্মরণীয় কেন?
- পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য
- পাশ্চাত্য শিক্ষার প্রসারে শ্রীরামপুর ত্রয়ীদের অবদান কী ছিল?
- কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায় স্মরণীয়া কেন?
- ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে কী উদ্দেশ্যে গড়ে তোলেন?
- কে, কাকে, কেন 'আধুনিক ভারতের স্রষ্টা' বলে অভিহিত করেছেন?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন