মেকলে মিনিটস কী?
লর্ড বেন্টিং-এর আইন সচিব টমাস ব্যাবিংটন মেকলে 'জনশিক্ষা কমিটি'র সভাপতি নিযুক্ত হন। এসময় এদেশে প্রাচ্য-পাশ্চাত্য পদ্ধতিতে শিক্ষাদান করা উচিত এই প্রশ্নে এই কমিটির সদস্যরা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী - এই দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েন। উগ্র পাশ্চাত্যবাদী মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবী জানিয়ে ১৮৩৫ সালের ২ ফেব্রুয়ারি লর্ড বেন্টিং-এর কাছে একটি প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাব 'মেকলে মিনিটস' বা 'মেকলে প্রস্তাব' নামে পরিচিত।
-------xx-------
এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- টমাস ব্যাবিংটন মেকলে কে ছিলেন? পাশ্চাত্য শিক্ষার প্রসারে তার ভূমিকা কী ছিল?
- মেকলেস প্রস্তাব কী? এই প্রস্তাবে মূল কথা কী ছিল?
ভালো লাগলো
উত্তরমুছুন