কাকে, কেন পাশ্চাত্য শিক্ষাবিস্তারের 'ম্যাগনাকার্টা' বলা হয়?
উত্তর :
ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য লর্ড হার্ডিঞ্জ ১৮৪৪ সালে ঘোষণা করেন যে, সরকারি চাকরিতে ইংরেজি ভাষা জানা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। এই কাজকে আরও উৎসাহিত করার জন্য ১৮৫৪ সালে কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড একটি নির্দেশনামা প্রকাশ করেন। (এই নির্দেশনামা 'উডের ডেসপ্যাস' নামে পরিচিত।)
এই নির্দেশনামায় প্রকাশিত হওয়ার ফলে সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এই পর্বেই (১৮৫৪ সালে) বোর্ড অফ কন্ট্রোল সভাপতি চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়।
- ১) কোলকাতা, বোম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
- ২) একটি পৃথক শিক্ষাদপ্তর প্রতিষ্ঠা হয় এবং 'ডিরেক্টর অফ পাবলিক ইন্সট্রাকশন' পদের সৃষ্টি করা হয়।
- ৩) শিক্ষক-শিক্ষন বিদ্যালয় স্থাপন করা।
- ৪) প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
- ৫) সমগ্র শিক্ষা ব্যবস্থাকে পাঁচটি ভাগের নির্দেশ
- ৬) দেশের বিভিন্ন স্থানে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠার সুপারিশ
- ৭) শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষার ব্যবহার ও স্ত্রী শিক্ষার প্রসারের সুপারিশ
- ৮) নির্দেশনামার উপর ভিত্তি করেই ভারতে পাশ্চাত্য ধাঁচের আধুনিক শিক্ষা ব্যবস্থা গঠন
প্রকৃতপক্ষে, উনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রসার ঘটলেও তার সুনির্দিষ্ট পাঠক্রম ও পরিকাঠামো ছিল না। উডের নির্দেশনামার উপর ভিত্তি করে ভারতে প্রথম আধুনিক শিক্ষাব্যবস্থার কাঠামো গড়ে তোলা হয়। আর এই কারণেই এই নির্দেশনামাকে 'উচ্চশিক্ষার ম্যাগনাকার্টা বা মহাসনদ বলা হয়।
---------xx--------
এই প্রশ্নটিই অন্য যেভাবে আসতে পারে :
- চার্লস উড কে ছিলেন? ভারতের আধুনিক শিক্ষার প্রসারে তার ভূমিকা কী ছিল?
- উডের ডেসপ্যাচ কী? পাশ্চাত্য শিক্ষার প্রসারে এর প্রভাব কতটা ছিল?
- উডের নির্দেশনামাকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনাকার্টা বা মহাসনদ বলার কারণ কী?
- চার্লস উডের নির্দেশনামার সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলায় এর গুরুত্ব কতটা?
পাশ্চাত্য শিক্ষা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- লর্ড মেকলেকে কী এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়?
- বাংলায় নারীশিক্ষা বিস্তারে রাজা রাধাকান্তদেবের ভূমিকা?
- বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা
- ব্রাহ্মসমাজ আন্দোলনে'র (সমাজ সংস্কার আন্দোলনের) ফলাফল কী হয়েছিল?
- পাশ্চাত্য শিক্ষার প্রসারে শ্রীরামপুর ত্রয়ীদের অবদান কী ছিল?
- উনিশ শতকে বাংলার নবজাগরণের চরিত্র বিশ্লেষণ করো।
- উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা কী ছিল?
- হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে সমকালীন বাংলার কোন চিত্র ফুটে ওঠে?
- 'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থে সমকালীন সমাজ ও সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন