উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো।
রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষার অনুরাগী ছিলেন। বিজ্ঞান, রাষ্ট্রনীতি, গণিত, অর্থনীতি, পাশ্চাত্য আইন বিভিন্ন বিষয়ে ভারতীয়দের সামিল করতে চেয়েছিলেন।১) ১৮১৫ খ্রিস্টাব্দে রামমোহন কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি হিন্দু স্কুল প্রতিষ্ঠার সময়ে বিশেষভাবে সাহায্য করেন। পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য তিনি তাঁর নিজ একটি বাড়ি দান করতে প্রস্তুত ছিলেন।
২) ১৮১৩ খ্রিঃ সনদ আইনে সরকার যে বার্ষিক ১ লক্ষ টাকা বরাদ্দ করে তা যাতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য ব্যয় করা হয়, সেই জন্য ১৮২৩ খ্রিঃ লর্ড আমহার্স্টকে তিনি পত্র লেখেন।
২) ১৮১৩ খ্রিঃ সনদ আইনে সরকার যে বার্ষিক ১ লক্ষ টাকা বরাদ্দ করে তা যাতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য ব্যয় করা হয়, সেই জন্য ১৮২৩ খ্রিঃ লর্ড আমহার্স্টকে তিনি পত্র লেখেন।
৩) শিক্ষার্থীদের মন থেকে কুসংস্কার দূর করার লক্ষ্যে পাশ্চাত্য সমাজ বিজ্ঞান ও পদার্থবিদ্যা শিক্ষা দানের উদ্দেশ্যে ১৮২৬ খ্রিঃ বেদান্ত কলেজ স্থাপন করেন।
৪) ১৮৩০ খ্রিঃ জেনারেল অ্যাসেমব্রিজ ইন্সটিটিউশন প্রতিষ্ঠায় ডাফকে এবং পাশ্চাত্য শিক্ষার প্রসারে ডেভিড হেয়ারকে বিভিন্নভাবে সাহায্য করেন।
---------xx---------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন