বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব' এর ধারণাটি ব্যাখ্যা করো।
বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব তিনটি শব্দ আপাতভাবে একইরকম মনে হলেও ইতিহাসের প্রেক্ষাপটে তিনটি শব্দের মধ্যে মূলগত পার্থক্য আছে।বিদ্রোহ :
যেমন বিদ্রোহের ভিত্তি হল প্রতিবাদ। প্রচলিত ব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ ও বিরোধিতা করা। স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী, স্বশস্ত্র বা অস্ত্রছাড়া আন্দোলন। মূলত শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে মতপ্রকাশ। এটি একক বা সমষ্টিগত দুইভাবে সংঘটিত হতে পারে। উদাহরণস্বরূপ নীল-বিদ্রোহ। তবে এর প্রকৃতি হল ধীরগতিতে পরিবর্তন ঘটে।
অভ্যুত্থান :
এর মূল চরিত্র হল সামরিক এবং প্রধান লক্ষ্যবস্তু হল কোন সরকার বা রাষ্ট্রব্যবস্থা। এটি আবশ্যিকভাবে সমষ্টিগত হবে। কখনো কখনো নিজ গোষ্ঠীর বিরুদ্ধে একটি অংশের প্রতিবাদ হিসাবে আকস্মিকভাবে এটি ঘটে থাকে। যেমন- ১৯৪৬ খ্রিঃ ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে নৌবিদ্রোহ'কে অভ্যুত্থান হিসেবে চিহ্নিত করা যায়।
বিপ্লব:
বিপ্লব হল প্রচলিত ব্যবস্থার দ্রুত, ব্যাপক ও আমূল পরিবর্তন। এটি সশস্ত্র বা অস্ত্রহীন অথবা শান্তিপূর্ণও হতে পারে। এটির সামাজিক, রাজনৈতিক ও অন্যান্য প্রভাব অনেক বেশি। বিপ্লবের মাধ্যমে দেশ বা সমাজের সকল শ্রেণীর মধ্যে নতুন একটি ধারণার জন্ম নেয়। নতুন ব্যবস্থার বা সমাজের জন্ম দেয় যা যথার্থ অর্থে বি' অর্থাৎ বিশেষভাবে 'প্লব' বা একলাফে অনেক পথ অতিক্রম করে। উদাহরণস্বরূপ- ১৭৮৯ খ্রিস্টাব্দের ফরাসী বিপ্লব, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব।
----------xx----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন