‘নারী ইতিহাস’ বলতে কী বোঝো? নারী ইতিহাসচর্চার বৈশিষ্ট্য ও গুরুত্ব উল্লেখ করো। ‘নারী ইতিহাস’ বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব উল্লেখ করো। What do you mean by women's history? Mention the characteristics and importance of women's historiography. নারী ইতিহাস : আধুনিক ইতিহাস চর্চার একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল ‘ নারী ইতিহাসচর্চা ’। সমাজের অর্ধেক অংশ জুড়ে নারীর অবস্থান। বলা হয়, তারাই সমাজের মূল চালিকাশক্তি। অথচ যুগ যুগ ধরে অধিকাংশ সমাজে নারীর অবস্থান ছিল বঞ্চনা, অবহেলা ও অন্যায়-অবিচারের আবর্তে মোড়া। আধুনিক ইতিহাসের যে ধারায় নারীর এই অবস্থান, তাদের ভূমিকা ও অধিকারের যথাযথ মূল্যায়নের চেষ্টা করা হয়, তা-ই ‘ নারী ইতিহাস’ নামে পরিচিত। নারী ইতিহাসচর্চা : উল্লেখ্য, এই ‘নারী ইতিহাস’ বিভিন্ন ধারায় বিভক্ত। আধুনিক ইতিহাসচর্চার আলোকে নারী ইতিহাসের এই সব ধারা নিয়ে চর্চার প্রক্রিয়াকে বলা হয় ‘নারী ইতিহাসচর্চা’ । নারী ইতিহাসচর্চার বৈশিষ্ট্য : নারী ইতিহাসচর্চার কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল : পুরুষতান্ত্রিক ইতিহাস সংশোধন : মানব সভ্যতার ইতিহাসে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা ...
সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো অথবা টীকা লেখা : সাঁওতাল বিদ্রোহ উনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে যে সমস্ত উপজাতি বিদ্রোহ হয়েছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল সাঁওতাল বিদ্রোহ। ব্রিটিশ সরকারের উপনিবেশিক শাসন বজায় রাখার জন্য, ব্রিটিশ সরকার যে সমস্ত ভূমি সংস্করণ আইন পাশ করেছিল, তা ভারতীয় উপজাতিদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। তাই শেষ পর্যন্ত ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করতে বাধ্য হয়, যা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। সাঁওতাল বিদ্রোহের কারণ বিহারের রাজমহল থেকে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের শান্তিপ্রিয় সাঁওতালরা বিভিন্ন কারণে ব্রিটিশদের উপর ক্ষুব্ধ হয়েছিল— ক) জমির উপর ব্রিটিশদের অধিকার:- সাঁওতালরা জঙ্গল পরিষ্কার করে জমি তৈরি করে চাষবাস শুরু করলে ব্রিটিশ সরকার সাঁওতালদের কাছে বিপুল হারে রাজস্বের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে সাঁওতালরা জমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। খ) সাঁওতালদের সর্বস্বান্ত : ব্রিটিশ সরকার ভূমিরাজস্ব ছাড়াও অন্যান্য কর ও ঋণের দায়ভার সাঁওতালদের উপর চাপিয়ে দেয়। ফলে সাঁও...