খেলার ইতিহাসের উদ্দেশ্য বা গুরুত্ব কী?
![]() |
খেলার ইতিহাসের উদ্দেশ্য বা গুরুত্ব কী? |
আধুনিক ইতিহাসচর্চায় খেলার ইতিহাসের উদ্দেশ্য বা গুরুত্ব কী?
অথবা,
খেলাধুলার ইতিহাসকে ইতিহাসচর্চার অঙ্গীভূত করা হয়েছে কেন?
বিশ শতকের ৭০-এর দশকে ইউরোপে খেলার ইতিহাসচর্চার সূচনা হয়। ১৯৮০ দশকে টনি ম্যাসান, রিচার্ড হোল্ট প্রমুখের গবেষণায় খেলার ইতিহাসচর্চা সমৃদ্ধ হয়। ১৯৮২ সালে ‘ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি’ প্রতিষ্ঠিত হলে খেলার ইতিহাসচর্চা সাংগঠনিক রূপ পায়। বস্তুত, বিশ শতকের শেষ তিন দশক ধরে খেলাধুলো সংক্রান্ত যে ইতিহাসচর্চা শুরু হয় তা ‘খেলাধুলার ইতিহাসচর্চা’ নামে পরিচিত।
খেলাধুলার ইতিহাসচর্চার উদ্দেশ্য বা গুরুত্ব :
প্রকৃতপক্ষে আধুনিক ইতিহাসচর্চায় (ইতিহাস লেখায়) খেলাধুলার ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এ কারণেই খেলাধুলার ইতিহাসকে আধুনিক ইতিহাস চর্চার অঙ্গীভূত করা হয়েছে। ঐতিহাসিক গ্রান্ট জার্ভিস তাঁর ‘স্পোর্টস কালচার এন্ড সোসাইটি : অ্যান ইন্ট্রোডাকশন’ গ্রন্থে ইতিহাসের বৃহত্তর প্রেক্ষাপটে খেলার গুরুত্ব ব্যাখ্যা করেছেন।
- খেলাধুলা মানুষের সংস্কৃতির অঙ্গ। তাই খেলাধুলার মধ্য দিয়েই কোন দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ফুটে ওঠে।
- খেলাধুলার মাধ্যমে মানুষের সাথে বৃহত্তর সমাজের সম্পর্ক সম্পর্কে জানা যায়। যেমন, ইউরোপে শিল্প বিপ্লবের পর খেলাধুলা ‘ভদ্রলোকের খেলা’ ও ‘সাধারণ মানুষের খেলা’ — এভাবে বিভক্ত হয়ে যায়। এর ফলে শ্রেণী বিভক্ত সমাজের লুকিয়ে থাকা ‘আইডেন্টিটি’ ফুটে ওঠে।
- খেলাধুলার মাধ্যমে জাতীয়তাবাদ ও উপনিবেশিক সস্কৃতির পরিচয় পাওয়া যায়। ১৯১১ সালে সম্পূর্ণ খালিপায়ে ফুটবল খেলে শিবদাস ভাদুড়ীর নেতৃত্বে মোহনবাগান দল আইএফএ শিল্ড জয় করে। ব্রিটিশের বিরুদ্ধে এই জয় যে ‘ভারতীয় জাতীয়তাবাদ’ জাগরণে অনুঘটকের কাজ করে, খেলার ইতিহাসচর্চার মাধ্যমেই তা জানা যায়
- খেলার ইতিহাস চর্চার মধ্য দিয়েই জানা যায়, মানব সভ্যতার প্রধান চালিকাশক্তি মানুষের শরীর ও মনের বিকাশ ঘটাতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
- জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতির বাতাবরণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলাধুলা। খেলাধুলার ইতিহাস চর্চার মধ্য দিয়েই তা আমরা অনুধাবন করতে পারি।
- খেলাধুলার ইতিহাস চর্চার মাধ্যমে সমাজের পটপরিবর্তন ও খেলাধুলার নিজস্ব বিবর্তনের কথা জানা যায়। অর্থাৎ সমাজে মানুষের ক্ষমতার ব্যক্তিগত ও সমষ্টিগত পরিবর্তন ও বিবর্তন অতি সহজেই চিহ্নিত করা যায় এই ইতিহাস পাঠের মাধ্যমে।
- মানবজাতির বিবর্তনের সময়কাল তৈরিতে খেলাধুলোর ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার আইন কানুনের পরিবর্তন এ কাজ খুবই সাহায্য করে।
মূলত এই সমস্ত গুরুত্বপূর্ণ ভূমিকার কারণেই খেলাধুলার ইতিহাসকে আধুনিক ইতিহাসচর্চার অন্তর্ভুক্ত করা হয়েছে।
-----------xx-----------
এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- আধুনিক ইতিহাসে খেলাধুলার ইতিসসের তাত্পর্য কী?
- খেলাধুলার ইতিহাস কী? আধুনিক ইতিহাসচর্চায় এর গুরুত্ব কতটা?
- খেলাধুলার ইতিহাসচর্চা বলতে কী বোঝো? আধুনিক ইতিহাসচর্চায় তা গুরুত্বপূর্ণ কেন?
খেলাধুলা বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন?
- খেলার ইতিহাসের উদ্দেশ্য বা গুরুত্ব কী?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন