ইয়ংবেঙ্গল আন্দোলনের ব্যর্থতার কারণ ইয়ংবেঙ্গল আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? হিন্দু কলেজের তরুন অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর ইয়ং বেঙ্গল আন্দোলনে র ফলে বাংলাদেশের হিন্দু সমাজে গভীর আলোড়ন শুরু হয়। তাঁর অনুগামীদের মধ্যে অন্ধবিশ্বাস ত্যাগ করে যুক্তিবাদী ও সত্যানুসন্ধানী দৃষ্টি গড়ে ওঠে, যা তৎকালীন সমাজ ও ধর্ম ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলে। তবে, এই আন্দোলনের কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হল : ১) তাদের নেতিবাচক চিন্তা ধারার বাড়বাড়ন্ত, ২) দেশের দরিদ্র কৃষক ও শ্রমিকদের কল্যাণে কোন উদ্যোগ গ্রহণ না করা, ৩) তাদের দুর্বল সামাজিক ভিত্তি, ৪) শুধুমাত্র শহুরে উচ্চশিক্ষিত কিছুদিনের মধ্যে এই আন্দোলন সীমাবদ্ধ থাকা, ৫) মুসলিমদের সামাজিক সংস্কার বিষয়ে উদাসীন থাকা এবং ৬) ডিরোজিওর মৃত্যু পর তার অনুগামীদের নিষ্ক্রিয়তা। মূলত, এই সমস্ত সীমাবদ্ধতার কারণে ডিরোজিওর মৃত্যুর পরপরই এই আন্দোলন গতিহারায় এবং শেষ পর্যন্ত ব্যর্থ হয়। --------xx------- প্রশ্নটি যেভাবে ঘুরিয়ে আসতে পারে : নব্যবঙ্গ আন্দোলনের ব্যর্থতার কারণ কি ছিল? ইয়ং বেঙ্গল আন্দোলনের সীমাবদ্ধতা উল্লেখ করে এর ব্যর্থত...
অথবা টীকা লেখা:- সাঁওতাল বিদ্রোহ উনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে যে সমস্ত উপজাতি বিদ্রোহ হয়েছিল ।তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সাঁওতাল বিদ্রোহ। ব্রিটিশ সরকারের উপনিবেশিক শাসন বজায় রাখার জন্য, ব্রিটিশ সরকার যে সমস্ত ভূমি সংস্করণ করেছিল তার প্রভাব ভারতীয় উপজাতিদের মধ্যে ব্যাপক ভাবে প্রতিফলিত হয়েছিল। তাই শেষ পর্যন্ত 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করতে বাধ্য হয় । যা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। সাঁওতাল বিদ্রোহের কারণ বিহারের রাজমহল থেকে পশ্চিমবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলের শান্তিপ্রিয় সাঁওতালরা বিভিন্ন কারণে ব্রিটিশদের উপর রেগে গিয়েছিল। যা হলো নিম্নরুপ:- ক) জমির উপর ব্রিটিশদের অধিকার :- সাঁওতালরা জঙ্গল পরিষ্কার করে জমি তৈরি করে চাষবাস শুরু করলে । ব্রিটিশ সরকার সাঁওতালদের কাছে এমন বিপুল হারে রাজস্বের পরিমাণ বাড়িয়ে দেয়। যা সাঁওতালরা জমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। খ) সাঁওতালদের সর্বস্বান্ত :- ব্রিটিশ সরকার ভূমিরাজস্ব ছাড়াও অন্যান্য কর ও ঋণের দায়ভার সাঁওতালদের উপ...