উলগুলান বলতে কী বোঝায়? উলগুলান (উলঘুলান) শব্দের অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। ১৮৯৯ ব্রিটিশ সরকার মুন্ডাদের জমির উপর যৌথ মালিকানা ব্যবস্থা বা খুৎকাঠি প্রথা বাতিল করে নতুন ভূমিব্যবস্থা (চিরস্থায়ী বন্দোবস্ত) চালু করে। এই ভূমিব্যবস্থাকে সামনে রেখে বহিরাগত জমিদার, মহাজন' ও ঠিকাদাররা মুন্ডাদের উপর জুলুম ও অত্যাচার চালাতে শুরু করে এবং জমিজমা দখল করে নিতে থাকে। এর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে মুন্না সম্প্রদায়ের মানুষ বিরসা মুন্ডার নেতৃত্বে যে বিদ্রোহ ঘোষণা করে তা মুন্ডা বিদ্রোহ নামে খ্যাত। এই বিদ্রোহকে স্থানীয় ভাষায় বলা হয় উলগুলান । ----------x---------- বিকল্প প্রশ্ন : উলগুলান কী? উলগুলান-এর কারণ কী? মুন্ডা বিদ্রোহের কারণ কী ছিল?
অথবা টীকা লেখা:- সাঁওতাল বিদ্রোহ উনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে যে সমস্ত উপজাতি বিদ্রোহ হয়েছিল ।তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সাঁওতাল বিদ্রোহ। ব্রিটিশ সরকারের উপনিবেশিক শাসন বজায় রাখার জন্য, ব্রিটিশ সরকার যে সমস্ত ভূমি সংস্করণ করেছিল তার প্রভাব ভারতীয় উপজাতিদের মধ্যে ব্যাপক ভাবে প্রতিফলিত হয়েছিল। তাই শেষ পর্যন্ত 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করতে বাধ্য হয় । যা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। সাঁওতাল বিদ্রোহের কারণ বিহারের রাজমহল থেকে পশ্চিমবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলের শান্তিপ্রিয় সাঁওতালরা বিভিন্ন কারণে ব্রিটিশদের উপর রেগে গিয়েছিল। যা হলো নিম্নরুপ:- ক) জমির উপর ব্রিটিশদের অধিকার :- সাঁওতালরা জঙ্গল পরিষ্কার করে জমি তৈরি করে চাষবাস শুরু করলে । ব্রিটিশ সরকার সাঁওতালদের কাছে এমন বিপুল হারে রাজস্বের পরিমাণ বাড়িয়ে দেয়। যা সাঁওতালরা জমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। খ) সাঁওতালদের সর্বস্বান্ত :- ব্রিটিশ সরকার ভূমিরাজস্ব ছাড়াও অন্যান্য কর ও ঋণের দায়ভার সাঁওতালদের উপ...