ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার কারণ
লর্ড ওয়েলেসলি ১৮০০ সালে কলকাতায় ‘ফোর্ট উইলিয়াম কলেজ’ প্রতিষ্ঠা করেন।
কারণ, তারা মনে করতেন,
১) ভারতীয়রা আধুনিক পাশ্চাত্য শিক্ষা পেলে ভবিষ্যতে তাদের মধ্যে স্বাধীনতার স্পৃহা জেগে উঠবে এবং এদেশে কোম্পানির শাসন সংকটের মধ্যে পড়বে।
২) এছাড়া ভারতীয়দের ধর্মভিত্তিক শিক্ষাব্যবস্থায় হস্তক্ষেপ করলে তারা ব্রিটিশ সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠতে পারে।
৩) এই আশঙ্কা থেকেই মূলত তারা আধুনিক পাশ্চাত্য শিক্ষার পরিবর্তে সংস্কৃত ও আরবি-ফারসি শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন এবং ধর্মভিত্তিক সনাতন শিক্ষাব্যবস্থার মাধ্যমে ইংরেজ রাজকর্মচারীদের ভারতীয়দের ধর্ম-সমাজ-সংস্কৃতি বিষয়ে শিক্ষিত করে এদেশে কোম্পানির শাসনকে সুদৃঢ় করার পরিকল্পনা করেন।
মূলত, এই কারণেই লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে তোলেন।
--------xx-------
এই প্রশ্নটিই অন্য যেভাবে ঘুরিয়ে আসতে পারে :
- ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার কারণ কী ছিল?
- ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে তোলার উদ্দেশ্য কী ছিল?
- ফোর্ট উইলিয়াম কলেজ কী? কত সালে, কোথায়, কোন লক্ষ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়?
পাশ্চাত্য শিক্ষা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- উডের ডেসপ্যাচ কী?
- উডের নির্দেশনামার গুরুত্ব কী?
- হার্ডিঞ্জের ঘোষণার গুরুত্ব কী?
- 'চুইয়ে পড়া নীতি' বলতে কী বোঝ?
- কাকে কেন পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয়?
- ডেভিড হেয়ার স্মরণীয় কেন?
- রাধাকান্ত দেব স্মরণীয় কেন?
- পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য
- পাশ্চাত্য শিক্ষার প্রসারে শ্রীরামপুর ত্রয়ীদের অবদান কী ছিল?
- কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায় স্মরণীয়া কেন?
- ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে কী উদ্দেশ্যে গড়ে তোলেন?
- কে, কাকে, কেন 'আধুনিক ভারতের স্রষ্টা' বলে অভিহিত করেছেন?
- উনিশ শতকে ভারতের সমাজসংস্কার আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?
- কে, কবে, কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
. খুব ভালো সুন্দর
উত্তরমুছুন