নীলকররা কীভাবে নীলচাষীদের ওপর অত্যাচার করত?
নীল বিদ্রোহ :
১৮৫৯-৬০ সালে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে নীলচাষীরা স্বতঃস্ফূর্তভাবে ও সংঘবদ্ধভাবে ব্রিটিশদের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল বাংলার ইতিহাসে 'নীল বিদ্রোহ' নামে পরিচিত।
নীলকরদের অত্যাচার :
এই বিদ্রোহের পিছনে যে সমস্ত কারণ কার্যকরী ছিল তাদের মধ্যে নীল চাষীদের উপর অকথ্য অত্যাচার সবিশেষ উল্লেখযোগ্য। এই অত্যাচারের মাধ্যমে তারা নীলচাষীদের নীল চাষে বাধ্য করতো। এক্ষেত্রে চাষীদের ১) শারীরিক প্রহার, ২) তাদের গরু-বাছুর নীলকুঠিতে আটকে রাখা, ৩) ঘরে আগুন লাগানো, ৪) তাদের স্ত্রী-কন্যার সম্মানহানি এবং ৫) নীলকুঠিতে আটকে রাখার মত বিষয়গুলি নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছিল।
----------------x-----------------
📢 নীল বিদ্রোহ সংক্রান্ত আরও প্রশ্ন ও উত্তর পেতে নিচের লিঙ্কগুলোতে ক্লিক করো।
১) নীল বিদ্রোহ বলতে কী বোঝ? এই বিদ্রোহের মূল কারণ কী ছিল?
২) নিলকররা কীভাবে নীল চাষীদের ওপর অত্যাচার করত?
৩) নীল বিদ্রোহ কী? নীল বিদ্রোহ কেন হয়েছিল?
৪) নীল বিদ্রোহের কারণ কী? এই বিদ্রোহের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখ।
📗 এই অধ্যায়ের অন্যান্য বিভাগের প্রশ্ন ও উত্তর পেতে নিচের লিঙ্কগুলোতে ক্লিক করো।
Group A - বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 👈এখানে ক্লিক করো। (MCQ)
সঠিক উত্তর নির্বাচন কর - এভাবে প্রশ্নে উল্লেখ থাকবে।
প্রত্যেক প্রশ্নের জন্য ১ নম্বর দেওয়া হবে। উত্তর দিতে হবে ২০ টি।
Group - B - অতি সংক্ষিপ্ত প্রশ্ন । 👈এখানে ক্লিক করো।(VSA)
সঠিক উত্তর নির্বাচন কর - এভাবে প্রশ্নে উল্লেখ থাকবে।
প্রত্যেক প্রশ্নের জন্য ১ নম্বর দেওয়া হবে। উত্তর দিতে হবে ২০ টি।
Group - B - অতি সংক্ষিপ্ত প্রশ্ন । 👈এখানে ক্লিক করো।(VSA)
এভাবে প্রশ্নে উল্লেখ থাকবে :
(১) একটি বাক্যে উত্তর দাও। (২) সত্য/মিথ্যা নির্বাচন করো। (৩) স্তম্ভ মেলাও। (৪) রেখামানচিত্রে স্থান চিহ্নিত করো ও নাম লেখো। (৫) শূন্যস্থান পূরণ করো। (৬) সঠিক ব্যাখ্যা নির্বাচন করো -
প্রত্যেক প্রশ্নের জন্য ১ নম্বর দেওয়া হবে। উত্তর দিতে হবে ১৬ টি।
Group - C - সংক্ষিপ্ত প্রশ্ন । 👈এখানে ক্লিক করো।(SA)
(১) একটি বাক্যে উত্তর দাও। (২) সত্য/মিথ্যা নির্বাচন করো। (৩) স্তম্ভ মেলাও। (৪) রেখামানচিত্রে স্থান চিহ্নিত করো ও নাম লেখো। (৫) শূন্যস্থান পূরণ করো। (৬) সঠিক ব্যাখ্যা নির্বাচন করো -
প্রত্যেক প্রশ্নের জন্য ১ নম্বর দেওয়া হবে। উত্তর দিতে হবে ১৬ টি।
Group - C - সংক্ষিপ্ত প্রশ্ন । 👈এখানে ক্লিক করো।(SA)
দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও। এভাবে প্রশ্নে উল্লেখ থাকবে।
প্রত্যেক প্রশ্নের জন্য ২ নম্বর দেওয়া হবে। উত্তর দিতে হবে ১১ টি।
Group - D - বিশ্লেষণ ধর্মী প্রশ্ন । 👈এখানে ক্লিক করো।(AA)
প্রত্যেক প্রশ্নের জন্য ২ নম্বর দেওয়া হবে। উত্তর দিতে হবে ১১ টি।
Group - D - বিশ্লেষণ ধর্মী প্রশ্ন । 👈এখানে ক্লিক করো।(AA)
সাত অথবা আটটি বাক্যে উত্তর দাও - এভাবে প্রশ্নে উল্লেখ থাকবে।
প্রত্যেক প্রশ্নের জন্য ৪ নম্বর দেওয়া হবে। উত্তর দিতে হবে ৬ টি।
Group - E -রচনাধর্মী প্রশ্ন । 👈এখানে ক্লিক করো।(EA)
প্রত্যেক প্রশ্নের জন্য ৪ নম্বর দেওয়া হবে। উত্তর দিতে হবে ৬ টি।
Group - E -রচনাধর্মী প্রশ্ন । 👈এখানে ক্লিক করো।(EA)
পনেরো বা ষোলোটি বাক্যে উত্তর দাও - এভাবে প্রশ্নে উল্লেখ থাকবে।
প্রত্যেক প্রশ্নের জন্য ৮ নম্বর দেওয়া হবে। উত্তর দিতে হবে ০১ টি।
প্রত্যেক প্রশ্নের জন্য ৮ নম্বর দেওয়া হবে। উত্তর দিতে হবে ০১ টি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন