শ্রীরামপুর ত্রয়ীর ভূমিকা / অবদান :
উনিশ শতকে বিকল্প চিন্তার বিকাশে / বিস্তারে / প্রসারে কিংবা শিক্ষার প্রসারে শ্রীরামপুর ত্রয়ীর 'শ্রীরামপুর মিশন প্রেস' গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল।
এই তিনজন মিশনারির প্রচেষ্টায় এই মিশন প্রেস থেকে বিভিন্ন ভারতীয় ভাষায় বিভিন্ন ধর্মগ্রন্থ, প্রাচীন ভারতীয় সাহিত্য প্রকাশ, পাঠ্যপুস্তক প্রকাশ করে ছাত্র-ছাত্রীদের হাতে কম দামে তুলে দেওয়ার ব্যবস্থা হয়।
শ্রীরামপুর ছাপাখানা থেকে মার্শম্যানের সম্পাদনায় ১৮১৮ সাল থেকে 'দিগদর্শন' নামে একটি মাসিক এবং 'সমাচার দর্পণ' নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হতে থাকে।
শ্রীরামপুরের মিশনারিরা শিক্ষা-বিস্তারের উদ্যেশ্যে ১৮১৮ সালের মধ্যে ১০৩ টি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলেন। এছাড়া নারী-শিক্ষার জন্য বিদ্যালয় ও উচ্চশিক্ষার জন্য শ্রীরামপুরে প্রথম ডিগ্রি কলেজ (এশিয়ায় প্রথম) গড়ে তোলেন।
সুতরাং দেখা যাচ্ছে, উনিশ শতকে শ্রীরামপুর ছাপাখানা থেকে প্রকাশিত বইপত্রগুলি জ্ঞান ও শিক্ষার (গণশিক্ষার) প্রসারে গরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কর্ম-যজ্ঞে শ্রীরামপুর-ত্রয়ীর অবদান বিশেষভাবে স্মরণীয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন