উনিশ শতকে ভারতের সমাজসংস্কার আন্দোলনের দুটি সাফল্য
আঠারো শতকের শেষদিকেও বাংলার ধর্মীয় ও সমাজ জীবনে নানা কুসংস্কারের অস্তিত্ব ছিল। গঙ্গা সাগরে সন্তান বিসর্জন, সতীদাহ প্রথা, অস্পৃশ্যতা প্রভৃতি। এই অবস্থার পরিবর্তনের উদ্দেশ্যে রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও, শ্রীরামকৃষ্ণ প্রমুখের নেতৃত্বে সংস্কার আন্দোলন শুরু করেন।
এই আন্দোলনের ফলে, বেশকিছু সাফল্য অর্জিত হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হল :
১) ১৮২৯ সালে ১৭ নং রেগুলেশন আইন পাস করে সতীদাহপ্রথা নিষিদ্ধ করা হয়।
২) কেশবচন্দ্র সেনের আন্দোলনের প্রভাবে ১৮৭২ সালে 'তিন আইন' পাস করে বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ হয় এবং অসবর্ণ বিবাহ স্বীকৃতি পায়।
৩) বিদ্যাসাগরের চেষ্টায় ও সহযোগিতায় ১৮৫৬ সালে ‘বিধবাবিবাহ আইন’ আইন পাস করে বিধবাবিবাহকে আইনসিদ্ধ ঘোষণা করা হয়।
- উত্তর লেখার সময় যেকোন দুটি সাফল্যের কথা লিখতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন