প্রাচ্য ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয়?
১৮১৩ সালের ব্রিটিশ পার্লামেন্ট 'চার্টার অ্যাক্ট' বা 'সনদ আইন' পাস করে ঘোষনা করে যে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিবছর এক লক্ষ টাকা ভারতীয়দের শিক্ষার জন্য ব্যয় করবে।
এই ঘোষণা অনুযায়ী জনশিক্ষা-নীতি নির্ধারণের উদ্দেশ্যে ১৮২৩ সালে 'জনশিক্ষা কমিটি' গঠিত হয়। এই কমিটি কলকাতায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলে রাজা রামমোহন রায় বড়লাট লর্ড আমহার্স্টকে চিঠি লিখে সংস্কৃত শিক্ষার পরিবর্তে ভারতে ইংরেজি ও আধুনিক বিজ্ঞান শিক্ষার দাবি জানান।
ফলে, এদেশে প্রাচ্য, না পাশ্চাত্য - কোন ধরণের শিক্ষার প্রসারে উদ্যোগ নেয়া উচিত, সে বিষয়ে দ্বন্দ্ব শুরু হয়, যা 'পাশ্চাত্যবাদী বনাম প্রাচ্যবাদী বিতর্ক' নামে পরিচিত।
এই বিতর্কে যারা পাশ্চাত্য শিক্ষার পক্ষে ছিলেন তারা ( যেমন, মেকলে, আলেকজান্ডার ডাফ, সন্ডার্স, কলভিন প্রমূখ) 'পাশ্চাত্য বাদী' এবং যারা প্রাচ্য শিক্ষার পক্ষে ছিলেন তারা ( যেমন, প্রিন্সেপ, কোলব্রোক, উইলসন) 'প্রাচ্যবাদী' নামে পরিচিতি লাভ করে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন