প্রাচ্য ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয়?
১৮১৩ সালের ব্রিটিশ পার্লামেন্ট 'চার্টার অ্যাক্ট' বা 'সনদ আইন' পাস করে ঘোষনা করে যে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিবছর এক লক্ষ টাকা ভারতীয়দের শিক্ষার জন্য ব্যয় করবে।
এই ঘোষণা অনুযায়ী জনশিক্ষা-নীতি নির্ধারণের উদ্দেশ্যে ১৮২৩ সালে 'জনশিক্ষা কমিটি' গঠিত হয়। এই কমিটি কলকাতায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলে রাজা রামমোহন রায় বড়লাট লর্ড আমহার্স্টকে চিঠি লিখে সংস্কৃত শিক্ষার পরিবর্তে ভারতে ইংরেজি ও আধুনিক বিজ্ঞান শিক্ষার দাবি জানান।
ফলে, এদেশে প্রাচ্য, না পাশ্চাত্য - কোন ধরণের শিক্ষার প্রসারে উদ্যোগ নেয়া উচিত, সে বিষয়ে দ্বন্দ্ব শুরু হয়, যা 'পাশ্চাত্যবাদী বনাম প্রাচ্যবাদী বিতর্ক' নামে পরিচিত।
এই বিতর্কে যারা পাশ্চাত্য শিক্ষার পক্ষে ছিলেন তারা ( যেমন, মেকলে, আলেকজান্ডার ডাফ, সন্ডার্স, কলভিন প্রমূখ) 'পাশ্চাত্য বাদী' এবং যারা প্রাচ্য শিক্ষার পক্ষে ছিলেন তারা ( যেমন, প্রিন্সেপ, কোলব্রোক, উইলসন) 'প্রাচ্যবাদী' নামে পরিচিতি লাভ করে।
-------xx------
এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কী বোঝো?
- ওরিয়েন্টালিস্ট ও অ্যাংলিসিস্ট কাদের বলা হয় এবং কেন?
- প্রাচ্য ও পাশ্চাত্যবাদী গোষ্ঠীর মূল বক্তব্য কী ছিল?
- উনিশ শতকে পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করে প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্বের কারণ কী ছিল?
পাশ্চাত্য শিক্ষা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- উডের ডেসপ্যাচ কী?
- উডের নির্দেশনামার গুরুত্ব কী?
- হার্ডিঞ্জের ঘোষণার গুরুত্ব কী?
- 'চুইয়ে পড়া নীতি' বলতে কী বোঝ?
- কাকে কেন পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয়?
- ডেভিড হেয়ার স্মরণীয় কেন?
- রাধাকান্ত দেব স্মরণীয় কেন?
- পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য
- পাশ্চাত্য শিক্ষার প্রসারে শ্রীরামপুর ত্রয়ীদের অবদান কী ছিল?
- কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায় স্মরণীয়া কেন?
- ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে কী উদ্দেশ্যে গড়ে তোলেন?
- কে, কাকে, কেন 'আধুনিক ভারতের স্রষ্টা' বলে অভিহিত করেছেন?
- উনিশ শতকে ভারতের সমাজসংস্কার আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?
- কে, কবে, কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
- ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে ১৮১৩ সালের সনদ আইনের গুরুত্ব কী?
- প্রাচ্য ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয় এবং কেন?
- টীকা লেখ : প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন