ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে ১৮১৩ সালের সনদ আইনের গুরুত্ব
ব্রিটিশ পার্লামেন্ট ১৮১৩ সালের 'চার্টার অ্যাক্ট' বা 'সনদ আইন' পাস করে ঘোষণা করে যে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিবছর এক লক্ষ টাকা ভারতীয়দের জনশিক্ষার জন্য ব্যয় করবে। এই অর্থ ব্যয় করার ক্ষেত্রে গঠিত ‘জনশিক্ষা কমিটি’ ‘পাশ্চাত্যবাদী ও প্রাচ্যবাদী’ এই দু'ভাগে বিভক্ত হয়ে পড়ে।
অবশেষে পাশ্চাত্যবাদীরা টমাস মেকলে এবং রামমোহন রায়ের নেতৃত্বে ওই অর্থ ইংরেজি ও আধুনিক বিজ্ঞান শিক্ষার প্রসারে ব্যয় করার জন্য সরকারকে বাধ্য করে। ফলে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে দ্বার উন্মুক্ত হয়ে যায়।
----------xx---------
এই প্রশ্নটিই অন্য যেভাবে আসতে পারে :
- ১৮১৩ সালের সনদ আইন কীজন্য বিখ্যাত?
- ১৮১৩ সালের চার্টার অ্যাক্টএর মূল কথা কী ছিল?
- ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ১৮১৩ সালের সনদ আইনের ভূমিকা কী ছিল?
- ১৮১৩ সালের সনদ আইনের তাৎপর্য লেখো।
পাশ্চাত্য শিক্ষা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- উডের ডেসপ্যাচ কী?
- উডের নির্দেশনামার গুরুত্ব কী?
- হার্ডিঞ্জের ঘোষণার গুরুত্ব কী?
- 'চুইয়ে পড়া নীতি' বলতে কী বোঝ?
- কাকে কেন পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয়?
- ডেভিড হেয়ার স্মরণীয় কেন?
- রাধাকান্ত দেব স্মরণীয় কেন?
- পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য
- পাশ্চাত্য শিক্ষার প্রসারে শ্রীরামপুর ত্রয়ীদের অবদান কী ছিল?
- কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায় স্মরণীয়া কেন?
- ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে কী উদ্দেশ্যে গড়ে তোলেন?
- কে, কাকে, কেন 'আধুনিক ভারতের স্রষ্টা' বলে অভিহিত করেছেন?
- উনিশ শতকে ভারতের সমাজসংস্কার আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?
- কে, কবে, কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
- ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে ১৮১৩ সালের সনদ আইনের গুরুত্ব কী?
১৮১৩ সালের সনদ আইন এর বৈশিষ্ট্য আলোচনা করো
উত্তরমুছুনThank you
উত্তরমুছুন