ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে ১৮১৩ সালের সনদ আইনের গুরুত্ব
ব্রিটিশ পার্লামেন্ট ১৮১৩ সালের 'চার্টার অ্যাক্ট' বা 'সনদ আইন' পাস করে ঘোষণা করে যে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিবছর এক লক্ষ টাকা ভারতীয়দের জনশিক্ষার জন্য ব্যয় করবে। এই অর্থ ব্যয় করার ক্ষেত্রে গঠিত ‘জনশিক্ষা কমিটি’ ‘পাশ্চাত্যবাদী ও প্রাচ্যবাদী’ এই দু'ভাগে বিভক্ত হয়ে পড়ে।
অবশেষে পাশ্চাত্যবাদীরা টমাস মেকলে এবং রামমোহন রায়ের নেতৃত্বে ওই অর্থ ইংরেজি ও আধুনিক বিজ্ঞান শিক্ষার প্রসারে ব্যয় করার জন্য সরকারকে বাধ্য করে। ফলে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে দ্বার উন্মুক্ত হয়ে যায়।
১৮১৩ সালের সনদ আইন এর বৈশিষ্ট্য আলোচনা করো
উত্তরমুছুনThank you
উত্তরমুছুন