‘নারী ইতিহাস’ বলতে কী বোঝো? নারী ইতিহাসচর্চার বৈশিষ্ট্য ও গুরুত্ব উল্লেখ করো।
![]() |
‘নারী ইতিহাস’ বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব উল্লেখ করো। |
What do you mean by women's history? Mention the characteristics and importance of women's historiography.
নারী ইতিহাস :
আধুনিক ইতিহাস চর্চার একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল ‘নারী ইতিহাসচর্চা’। সমাজের অর্ধেক অংশ জুড়ে নারীর অবস্থান। বলা হয়, তারাই সমাজের মূল চালিকাশক্তি। অথচ যুগ যুগ ধরে অধিকাংশ সমাজে নারীর অবস্থান ছিল বঞ্চনা, অবহেলা ও অন্যায়-অবিচারের আবর্তে মোড়া। আধুনিক ইতিহাসের যে ধারায় নারীর এই অবস্থান, তাদের ভূমিকা ও অধিকারের যথাযথ মূল্যায়নের চেষ্টা করা হয়, তা-ই ‘নারী ইতিহাস’ নামে পরিচিত।
নারী ইতিহাসচর্চা :
উল্লেখ্য, এই ‘নারী ইতিহাস’ বিভিন্ন ধারায় বিভক্ত। আধুনিক ইতিহাসচর্চার আলোকে নারী ইতিহাসের এই সব ধারা নিয়ে চর্চার প্রক্রিয়াকে বলা হয় ‘নারী ইতিহাসচর্চা’।
নারী ইতিহাসচর্চার বৈশিষ্ট্য :
নারী ইতিহাসচর্চার কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল :
- পুরুষতান্ত্রিক ইতিহাস সংশোধন : মানব সভ্যতার ইতিহাসে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রচলিত ইতিহাসে তার কোন স্বীকৃতি নেই। তাই ইতিহাসে নারীর অবদান নির্ণয় করা নারী ইতিহাসের অন্যতম প্রধান কাজ।
- সমান অধিকার প্রতিষ্ঠা : নারী ইতিহাসচর্চার অন্যতম বৈশিষ্ট্য হল নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করা। রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে এই অধিকার নিশ্চিত করাই এই চেষ্টার মুখ্য উদ্দেশ্য।
- নারীর মূল্যায়ন : মানব সভ্যতার ইতিহাসে নারীকে ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন অবস্থানে দেখা করা যায়। তাদের এই অবস্থানের মূল্যায়ন করাও নারী ইতিহাসচর্চার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
- নৈতিক বোধ তৈরি করা : যুগ যুগ ধরে সমাজে নারীর অবমূল্যায়ন হয়েছে। নারী ‘নরকের কীট’ —এমন ধারণা সমাজে প্রচলিত ছিল বলে জানা যায়। নারী সম্পর্কে এ ধরনের অনৈতিক বোধকে সরিয়ে ফেলে নৈতিক বোধের উন্মেষ ঘটানোও নারী ইতিহাসচর্চার অন্যতম লক্ষ্য।
- পূর্ণ নাগরিক সম্মান নিশ্চিত করা : নারীর অবমূল্যায়নকারী ভাবনার মুলচ্ছেদ করে নারীর সামাজিক রূপান্তরকে নিশ্চিত করে, তাকে পূর্ণ নাগরিকের সম্মান প্রাপ্তি নিশ্চিত করাও নারী ইতিহাসচর্চার বিশেষ লক্ষ্য।
নারী ইতিহাসচর্চার গুরুত্ব :
আধুনিক ইতিহাসচর্চায় নারী ইতিহাসচর্চার গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ।
- কোন দেশের সমাজে নারীর অবস্থান ও মর্যাদা নারী ইতিহাসচর্চার মাধ্যমে জানা যায়।
- দেশের বিভিন্ন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক জীবনে নারীর অংশগ্রহণ কতটা ও কীভাবে ছিল তাও জানা যায়।
- সমাজের লিঙ্গ বৈষম্য আছে কিনা বা সমান অধিকার ছিল কিনা তা নারী ইতিহাসচর্চা থেকে জানা যায়।
- নারীর ক্ষমতায়ন ও তাঁর দক্ষতা সম্পর্কেও অবহিত হওয়া যায় নারী ইতিহাস থেকে।
সুতরাং দেখা যাচ্ছে, নারী ইতিহাসচর্চা হল এক ধরনের সংশোধনবাদী ইতিহাসচর্চা, যার উদ্দেশ্য হল সমাজে নারীর অবস্থান ও মর্যাদা প্রতিষ্ঠা করা।
-----------xx-----------
এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- নারী ইতিহাস কী? নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী?
- নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য কী? এর গুরুত্ব নির্ণয় করো?
- ইতিহাস ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো। নারী ইতিহাসের তাৎপর্য উল্লেখ করো।
- নারী ইতিহাসচর্চা বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য লেখো।
নারী ইতিহাস সংক্রান্ত আরো কিছু প্রশ্ন :
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন