পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো?
পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো? |
আধুনিক বিশ্বে পরিবেশের গুরুত্ব অপরিসীম। কারণ, প্রাকৃতিক পরিবেশ মানুষের জীবনধারন প্রণালী, রীতিনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। অর্থাৎ মানুষের জীবনযাত্রার ধরন, তাদের সংস্কৃতি, ধর্মাচার ও সমাজের প্রকৃতি, এক কথায় মানব সভ্যতা, পরিবেশ দ্বারা গভীরভাবে নিয়ন্ত্রিত হয়।
সুতরাং যে পঠনপাঠন বিদ্যার মাধ্যমে মানব সভ্যতার ওপর পরিবেশের প্রভাব ও নিয়ন্ত্রণের বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায় এবং মানুষ পরিবেশ সচেতন হয়ে ওঠে, তাকে পরিবেশের ইতিহাস বলা হয়। সংক্ষেপে, একটি জাতি বা তার সভ্যতা পরিবেশ দ্বারা কীভাবে কতটা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয় তা জানার জন্য পরিবেশের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ।
----xx----
এই প্রশ্নটি আর যেভাবে আসতে পারে :
- পরিবেশের ইতিহাস কী?
- পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?
- মানব সভ্যতার ওপর পরিবেশের ইতিহাসের প্রভাব কতটা?
- পরিবেশের ইতিহাস কাকে বলে?? এর গুরুত্ব লেখো।
এই অধ্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হল :
- ইতিহাস কী?
- 'অ্যানাল স্কুল কী? এটি কীজন্য বিখ্যাত?
- নিম্নবর্গের ইতিহাসচর্চা বলতে কী বোঝো?
- নিম্নবর্গের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো।
- নতুন সামাজিক ইতিহাস কী?
- খেলাধুলার ইতিহাসচর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থ ও তার লেখকের নাম লেখো।
- খেলার ইতিহাসের সঙ্গে যুক্ত কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো।
- আধুনিক ইতিহাসের জননী' কাকে কেন বলা হয়?
- 'পাস্ট অ্যান্ড প্রেজেন্ট' কী?
- ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কী?
- আধুনিক ইতিহাসচর্চা বলতে কী বোঝো?
- আধুনিক ইতিহাসচর্চা কেন বৈচিত্রপূর্ণ হয়ে উঠেছে?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন