ভারতে আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে ১৮৩৬ খ্রিস্টাব্দ স্মরণীয় কেন?
পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে ১৮৩৬ খ্রিস্টাব্দ স্মরণীয় কেন? |
মধুসূদন গুপ্ত কলকাতা মেডিকেল কলেজের একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি ১৮৩৬ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজে চারজন সহযোগী ছাত্রকে সঙ্গে নিয়ে প্রথম শবদেহ ব্যবচ্ছেদ করেন। এটি ছিল হিন্দু সমাজের জন্য একটি বৈপ্লবিক কার্যক্রম।
মূলত, এই কারণেই ভারতে পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার ইতিহাসে ১৮৩৬ খ্রিস্টাব্দ স্মরণীয় হয়ে আছে।
-------xx------
এই প্রশ্নটি যেভাবে ঘুরিয়ে আসতে পারে :
- মধুসূদন গুপ্ত কে ছিলেন? তিনি কী জন্য বিখ্যাত হয়ে আছেন?
- ভারতীয় চিকিৎসা বিদ্যার ইতিহাসে ১৮৩৬ সাল বিখ্যাত কেন?
- আধুনিক ভারতে কত সালে, কোথায় প্রথম শবদেহ ব্যবচ্ছেদ করা হয়? কার নেতৃত্বে এই কাজ সম্পন্ন হয়েছিল?
- কলকাতা মেডিকেল কলেজের ইতিহাসে ১৮৩৬ সাল স্মরণীয় কেন?
এই অধ্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হল :
- ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে 'মেকলে মিনিটস'র অবদান কী'?
- 'শিক্ষার চুঁইয়ে পড়া নীতি' বলতে কী বোঝ?
- কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন?
- হার্ডিঞ্জের ঘোষণার (১৮৪৪) গুরুত্ব কী?
- প্রাচ্য ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয়?
- উডের ডেসপ্যাচ কী?
- কাকে কেন পাশ্চাত্য শিক্ষাবিস্তারের 'ম্যাগনাকার্টা' বলা হয়?
- ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে ১৮১৩ সালের সনদ আইনের গুরুত্ব কী?
- কে, কবে, কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
- শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়?
- কাদের, কেন শ্রীরামপুর ত্রয়ী বলা হয়?
- পাশ্চাত্য শিক্ষার প্রসারে শ্রীরামপুর ত্রয়ীদের অবদান কী ছিল?
- রাধাকান্ত দেব স্মরণীয় কেন?
- ডেভিড হেয়ার কী জন্য স্মরণীয়?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন