১৯০৫ সালে ১৬ই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে?
১৯০৫ সালে ১৬ই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে? |
ব্রিটিশ সরকার তাদের নগ্ন সাম্রাজ্যবাদের বহিঃপ্রকাশ ঘটিয়ে ১৯০৫ সালে ১৬ ই অক্টোবর বঙ্গভঙ্গ ঘোষণা করে। এই ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর আবেদনে সাড়া দিয়ে বাংলার নারী সমাজ ঐদিন অরন্ধন পালন করেন।
এই কর্মসূচির মাধ্যমে বঙ্গভঙ্গের বিষয়টিকে তারা জাতীয় শোকে পরিণত করতে চেয়েছিলেন। প্রকৃতপক্ষে, অরন্ধন পালনের মাধ্যমে বাংলার নারী সমাজ বঙ্গভঙ্গ রদ করার ব্যাপারে ব্রিটিশ সরকারের উপর চাপ তৈরি করতে চেয়েছিলেন।
--------xx-------
এই প্রশ্নটিই অন্য যেভাবে আসতে পারে :
- অরন্ধন কী? কী উদ্দেশ্যে বাংলার নারী সমাজ অরন্ধন পালন করেছিলেন?
- বাংলার নারী সমাজ কত সালে কী কারণে অরন্ধন দিবস পালন করেছিলেন?
- ১৯০৫ সালের ১৬ই অক্টোবর বাংলার ইতিহাসে কী কারণে স্মরণীয় হয়ে আছে?
- ১৯০৫ সালের ১৬ই অক্টোবর কীজন্য বিখ্যাত?
- 'অরন্ধন দিবস' পালনের ডাক দিয়েছিলেন কে? এই দিবস পালনের উদ্দেশ্য কী ছিল?
বঙ্গভঙ্গ বিষয়ক অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
- বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতে নারী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো।
- কবে বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল?
- কে বঙ্গভঙ্গের দিন অৱন্ধনের প্রস্তাব দেন?
- বয়কট-এর প্রস্তাব কোন পত্রিকা প্রচার করে?
- সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- সরলাদেবী চৌধুরানী কে ছিলেন?
- বাংলায় স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম লেখ।
- ফেলে দাও রেশমি চুরি গানটি কে কখন কী উদ্দেশ্যে রচনা করেছিলেন?
- কে কী উদ্দেশ্যে লক্ষীর ভান্ডার গড়ে তুলেছিলেন?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন