মহাবিদ্রোহের (১৮৫৭) প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল?
মহাবিদ্রোহের প্রতিশিক্ষিত বাঙালি সমাজের মনোভাব |
১৮৫৭ সালে মহাবিদ্রোহের সূত্রপাত বাংলার বহরমপুর ও বারাকপুর থেকে হলেও বাংলায় এই বিদ্রোহের প্রভাব ও প্রসার সেভাবে ঘটেনি।
- সংবাদপত্রের মনোভাব :
দিল্লি ও উত্তর ভারতে উর্দু সংবাদপত্রগুলি বিদ্রোহ চলাকালীন বিদ্রোহীদের আত্মবিশ্বাস ও মনোভাব বাড়িয়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অন্যদিকে বাংলায় ‘সংবাদ প্রভাকর’, ‘সংবাদ ভাস্কর’, ‘অরুনদয়’-এর মত সংবাদপত্রগুলি বিদ্রোহীদের প্রতি তীব্র বিদ্বেষ প্রদর্শন করে ও ব্রিটিশ শাসনের প্রতি অবিচল আনুগত্য প্রদর্শন করে।
- সভা সমিতির মনোভাব :
‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’, ‘মোহামেডান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা’র মত অনেক সভা-সমিতি এই বিদ্রোহকে নিন্দা করে সরকারকে সব রকমের সাহায্যের আশ্বাস দেয়।
- বাঙালি বুদ্ধিজীবীর মনোভাব :
সেই সময়ের শিক্ষিত বাঙালি সমাজের প্রতিনিধি হিসেবে অক্ষয় কুমার দত্ত, ঈশ্বর চন্দ্র গুপ্ত, কিশোরী চাঁদ মিত্র, রাজনারায়ণ বসু, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রমূখরা এই বিদ্রোহকে সমর্থন করেননি।
- ব্রিটিশের পক্ষে সহযোগিতা :
রাজা রাধাকান্ত দেব, জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের মত গণ্যমান্য ব্যক্তিরা সভা করে আসন্ন বিপদে সরকারকে সর্বতোভাবে সাহায্যের আশ্বাস দেয়।
সুতরাং দেখা যাচ্ছে, মহাবিদ্রোহে বিদ্রোহীদের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব ছিল বিরূপ, অন্যদিকে ইংরেজ সেনা ও শাসকদের প্রতি ছিল সহানুভূতিশীল।
----------xx--------
এই প্রশ্নটিই অন্য যেভাবে আসতে পারে :
- মহাবিদ্রোহের প্রতি বাঙালি মধ্যবিত্ত শ্রেণির মনোভাব কেমন ছিল?
- ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সম্পর্কে বাঙালি শিক্ষিত সমাজের কেমন মনোভাব ছিল?
- ১৮৫৭ সালের মহাবিদ্রোহ কে কি বাঙালি মধ্যবিত্ত সমর্থন করেছিল?
মহাবিদ্রোহ সম্পর্কে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :
প্রশ্নের মান - ২ (সংক্ষিপ্ত প্রশ্ন)
- মহারানীর ঘোষণাপত্রের (১৮৫৮) প্রকৃত উদ্দেশ্য কী ছিল?
- মঙ্গল পান্ডে স্মরনীয় কেন?
- ১৮৫৮ সালের মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল?
- মহারানীর ঘোষণাপত্রের মূল বক্তব্য কী ছিল?
- ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে 'প্রথম স্বাধীনতার যুদ্ধ' বলে অভিহিত করেন কে এবং কেন?
প্রশ্নের মান - ৪ (বিশ্লেষণধর্মী প্রশ্ন)
- মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো।
- মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল?
- শিক্ষিত বাঙালি সমাজ মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল কেন?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন