মহারাণির ঘোষণাপত্রের (১৮৫৮) প্রকৃত উদ্দেশ্য কী ছিল?
মহারাণির ঘোষণাপত্রের (১৮৫৮) প্রকৃত উদ্দেশ্য |
What was the real purpose of the Queen's Proclamation -1858?
১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পরিপ্রেক্ষিতে মহারানির ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য ছিল :- কোম্পানির অপশাসনের অবসান ঘটিয়ে ব্রিটিশ রাজশক্তি কর্তৃক ভারতের প্রত্যক্ষ শাসনভার গ্রহণ করা।
- ব্রিটিশ সরকারের নতুন নীতি ও আদর্শের সঙ্গে ভারতবাসীর যোগসাধন ঘটানো।
- মহাবিদ্রোহের মত কোন ব্রিটিশ বিরোধী বিদ্রোহ যাতে ভবিষ্যতে না ঘটে তা নিশ্চিত করা।
- ভারতে ব্রিটিশ শাসনের নিরাপত্তা বিধান করা এবং তাকে দীর্ঘস্থায়ী করার ব্যবস্থা করা।
----------------xx-----------------
এ বিষয়ে আরো কিছু প্রশ্ন :
- মহারানীর ঘোষণপত্রের মূল উদ্দেশ্য কী ছিলো? (প্রশ্নের মান - ২)
- মহারানীর ঘোষণাপত্রের মূল বক্তব্য কী ছিল? (প্রশ্নের মান - ২)
- মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী? (প্রশ্নের মান - ৪)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন