আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো?
![]() |
আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো? |
আত্মজীবনী :
যে রচনায় লেখক তাঁর নিজের জীবনের ও সময়ের বিভিন্ন ঘটনাবলীর বিবরণ লিপিবদ্ধ করেন এবং তা গ্রন্থাকারে প্রকাশ করেন, তাকে ‘আত্মজীবনী’ বলে। যেমন, সরলা দেবী চৌধুরানীর - ‘জীবনের ঝরা পাতা’।
স্মৃতিকথা :
অতীতের কোন বিশেষ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোন ব্যক্তি যদি পরবর্তীকালে তাঁর স্মৃতি থেকে প্রাপ্ত সেই ঘটনার অকপট বিবরণ লিপিবদ্ধ করেন অথবা মৌখিকভাবে প্রকাশ করেন, তাহলে তাকে ‘স্মৃতিকথা’ বলে। যেমন, দক্ষিণারঞ্জন বসুর - ‘ছেড়ে আসা গ্রাম’।
---------xx-------
এ বিষয়ে বিকল্প প্রশ্ন সমূহ :
- আত্মজীবনী বলতে কী বোঝো? উদাহরণ দাও।
- স্মৃতি কথা বলতে কী বোঝো? উদাহরণ দাও।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন