নববিধান কী?
![]() |
নববিধান কী? |
কেশবচন্দ্র সেনের হিন্দু মতে নিজ কন্যার বিবাহ, রামকৃষ্ণ প্রীতি, খ্রিস্টপ্রীতি, চৈতন্য প্রীতি ইত্যাদি বিষয়ে মতানৈক্যের কারণে শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ তরুণ ব্রাহ্মরা ১৮৭৮ সালে ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ থেকে বেরিয়ে এসে সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।
এই পরিস্থিতিতে কেশবচন্দ্র সেন তার উদারপন্থী অনুগামীদের নিয়ে সর্বধর্ম সমন্বয়ের আদর্শে নববিধান ঘোষণা করেন। এই ঘোষিত আদর্শ নববিধান নামে পরিচিত। আর কেশবচন্দ্র সেন-এর নেতৃত্বে নববিধানকে আদর্শ করে গড়ে ওঠা সংগঠনটি নববিধান সমাজ নামে পরিচিত।
--------------xx-------------
এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :
- কে কবে নববিধান সমাজ গড়ে তোলেন? এর উদ্দেশ্য কি ছিল?
- কেশবচন্দ্র সেন কেন নববিধান সমাজ প্রতিষ্ঠা করেন?
- নববিধান বলতে কী বোঝো?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন