১৯৪৭ খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিলেন কেন?
সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিলেন কেন |
Why did Sardar Vallabhbhai Patel ignore the demands of Native States for independence?
বল্লভভাই প্যাটেল অত্যন্ত দূরদর্শিতা ও কূটনৈতিক দক্ষতার সাহায্যে ভারতের দেশীয় রাজ্যগুলির অন্তর্ভূতি ও স্বাধীনতার দাবিতে একটি সমাধানসূত্র খুঁজে বের করেন।১৯৪৭ সালের ১ই জুলাই প্যাটেলের পক্ষ থেকে দেশীয় রাজ্যের রাজাদের অনুরোধ জানান হয়, তাঁরা যেন তাঁদের রাজ্যের বৈদেশিক কার্যকলাপ, পরিবহন সংক্রান্ত দায়দায়িত্ব ও প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষমতা ভারত সরকারের হাতে তুলে দেয়। কারণ, দেশীয় রাজ্যগুলো স্বাধীন হলে সমগ্র ভারতীয় উপমহাদেশ অসংখ্য ছোট ছোট দুর্বল রাষ্ট্রে বিভক্ত হয়ে যেত। ফলে ভারতের অভ্যন্তরে বৈদেশিক আক্রমণ সহ নানা রকম নিরাপত্তা জনিত সমস্যা সৃষ্টি হতো। আর এ কারণেই দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিলেন।
-----------------xx---------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন