সরদার প্যাটেলকে ‘ভারতের লৌহমানব’ বলা হয় কেন?
সরদার প্যাটেলকে ‘ভারতের লৌহমানব’ বলা হয় কেন? |
- তিনি ভারতের স্বরাষ্ট্রসচিব ভিপি মেনান ও বড়লাট মাউন্টব্যাটেনের সহযোগিতায় কূটনীতি ও যুদ্ধনীতির মাধ্যমে ভারতের দেশীয় রাজ্যগুলিকে ভারত ভুক্ত করে দেশকে রাজনৈতিক সংকটমুক্ত করেন।
- তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ভারতের অভ্যন্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বা পাকিস্তানের পক্ষে যোগদানে ইচ্ছুক দেশীয়রাজ্যগুলো ভারতভুক্ত হলে ভারতবর্ষের ঐক্য প্রতিষ্ঠিত হয়।
- এছাড়া ১৯২৮ সালে বারদৌলি সত্যাগ্রহের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ৬.০৩ শতাংশ করতে সরকারকে বাধ্য করেন।
-----------xx-----------
এই প্রশ্নটিই অন্য যেভাবে ঘুরিয়ে আসতে পারে :
- কাকে, কেন ‘ভারতের লৌহমানব’ বলা হয়?
- সরদার বল্লভ ভাই প্যাটেল কে ছিলেন? তাঁকে কেন ভারতের লৌহমানব বলা হয়?
- স্বাধীন ভারতের ঐক্য প্রতিষ্ঠায় সরদার বল্লভ ভাই প্যাটেলের ভূমিকা কেমন ছিল?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন